ভেড়ামারায় প্রথম দিনেই দীর্ঘ লাইন : চরম ভোগান্তি
মনির উদ্দিন মনির : মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে কৃষি খাতে ১০ হাজার কর্মী নিয়োগে গতকাল শনিবার খুলনা ও চট্টগ্রাম বিভাগের নিবন্ধনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রথম দিনেই বিপুল সাড়া পাওয়া গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বেকার যুবকদের নিবন্ধনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। ইন্টারনেটের শ্লথগতি, পাসওয়ার্ড সমস্যার কারনে নিবন্ধন করতে হিমসীম খেতে হয়েছে তথ্যসেবা কেন্দ্রর কর্মকর্তাদের। উপজেলা প্রশাসন তথ্যসেবা সহকারী নিয়োগ দিয়ে দ্রুত নিবন্ধন করা এবং ভোগান্তি লাঘবে চেষ্টা করেও ভোগান্তিÍ এড়ানো যায়নি। দুপুর ১২ টা পর্যন্ত বাহাদুরপুর ইউপি কেন্দ্রে মাত্র ৭ টি ফরম নিবন্ধন করা সম্ভব হয়েছে। এ র্দীঘ সময় তথ্যসেবা কেন্দ্রের কর্মকর্তারা পড়েন চরম বিড়ম্বনায়। তথ্যসেবা কেন্দ্রের মহিলা কর্মকর্তা সাজেদা খাতুন ইন্টারনেটের শ্লথগতি সহ নানা ভোগান্তির কথা জানিয়েছেন। বলেছেন, নিবন্ধনের জন্য সব কাজ শেষ করার পর সেন্ড বাটনে চাপলেই ওকে না হয়ে সাদা