রবিবার, জানুয়ারী ২০, ২০১৩

গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করা হবে : মজর জেনারেল নাজিম উদ্দিন

ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন পিএসসি বলেছেন, পর্যায়ক্রমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সব সমস্যা চিহিৃত করে তা সমাধানের দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী ও যুগপোযোগী করার ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে এ বাহিনীর প্রতিটি সদস্যের মেধা ও শ্রম রয়েছে। বিশাল এ বাহিনীর নানা সমস্যা রয়েছে। সীমাবদ্ধতা নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হয়। তারপরও আমি যতোদিন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বে থাকব ততোদিন সব সমস্যা সমাধানের জন্য সাধ্যমতো চেষ্টা করব। শনিবার সকাল ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ভালুকা গ্রামে এক মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনীর উপ-মহাপরিচালক (অপারেশন) একেএম মিজানুর রহমান, সহকারি পরিচালক আসলাম শিকদার, খুলনা রেঞ্জ পরিচালক অরুণ কুমার ম-ল কুষ্টিয়া জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) শাহ আহমেদ ফজলে রাব্বি প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, আনসার কর্মকর্তা, নিজাম উদ্দিন জোয়ার্দ্দার মুন্সী জাহাঙ্গীর আলম ও কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহ নেওয়াজ প্রমুখ। দুপুরে কুষ্টিয়া জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শণ করেন মহাপরিচালক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন