রবিবার, জানুয়ারী ২০, ২০১৩

মালয়েশিয়ায় জনশক্তি রফতানির নিবন্ধন

ভেড়ামারায় প্রথম দিনেই দীর্ঘ লাইন : চরম ভোগান্তি

মনির উদ্দিন মনির : মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে কৃষি খাতে ১০ হাজার কর্মী নিয়োগে গতকাল শনিবার খুলনা ও চট্টগ্রাম বিভাগের নিবন্ধনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রথম দিনেই বিপুল সাড়া পাওয়া গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বেকার যুবকদের নিবন্ধনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। ইন্টারনেটের শ্লথগতি, পাসওয়ার্ড সমস্যার কারনে নিবন্ধন করতে হিমসীম খেতে হয়েছে তথ্যসেবা কেন্দ্রর কর্মকর্তাদের। উপজেলা প্রশাসন তথ্যসেবা সহকারী নিয়োগ দিয়ে দ্রুত নিবন্ধন করা এবং ভোগান্তি লাঘবে চেষ্টা করেও ভোগান্তিÍ এড়ানো যায়নি। দুপুর ১২ টা পর্যন্ত বাহাদুরপুর ইউপি কেন্দ্রে মাত্র ৭ টি ফরম নিবন্ধন করা সম্ভব হয়েছে। এ র্দীঘ সময় তথ্যসেবা কেন্দ্রের কর্মকর্তারা পড়েন চরম বিড়ম্বনায়। তথ্যসেবা কেন্দ্রের মহিলা কর্মকর্তা সাজেদা খাতুন ইন্টারনেটের শ্লথগতি সহ নানা ভোগান্তির কথা জানিয়েছেন। বলেছেন, নিবন্ধনের জন্য সব কাজ শেষ করার পর সেন্ড বাটনে চাপলেই ওকে না হয়ে সাদা
পেজ চলে এসেছে। যে কারনে একই ফরম বারবার নিবন্ধনের চেষ্টা করতে হয়েছে। তিনি বলেন, ইন্টারনেটের শ্লথগতি’র কারনে নিবন্ধন করতে আসা ব্যাক্তিদের চেয়ে আমাদের ভোগান্তিই বেশী হয়েছে। একই অবস্থা উপজেলার জুনিয়াদহ, ধরমপুর, বাহিরচর, মোকারিমপুর ও চাঁদগ্রাম ইউপির তথ্যসেবা কেন্দ্রের। রেজিষ্টেশন হয়েছে মন্থর গতিতে। এ সব কারনে নিবন্ধন করতে এসে ভোগান্তির মুখে পড়েন বেকার যুবকরা। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন দীর্ঘ সময় ধরে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেন, সরকার কর্তৃক নির্ধারিত ফিসের অতিরিক্ত না নিতে পারে এবং আবেদনকারীরা যেন হয়রানীর শিকার না হয়। সে বিষয়টির প্রতি লক্ষ রেখে সকল ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে দুবার করে পরিদর্শন করা হয়েছে। কাজের সুবিধার্থে সকল কেন্দ্রে একজন করে সহকারী নিয়োগ দেওয়া হয়। নিবন্ধন চলবে ২১শে জানুয়ারি পর্যন্ত। আর ২২ জানুয়ারি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জনসমক্ষে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারি হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন