রবিবার, জানুয়ারী ২০, ২০১৩

খোকসার বালিমহলে ইউএনওর অভিযান

ইজারা না নিয়েই চুটিয়ে ব্যবসা করছে ক্ষমতাসীনরা 

খোকসা প্রতিনিধি : খোকসার গড়াই নদীর ৩ টি বালি মহাল ইজার না হলেও থেমে নেই বালি উত্তোলন। হিজলাবট চরে ইউএনও অভিযান চালিয়ে বালি ভর্তি একটি ট্রাক ও একটি ট্রলি আটক করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিবাদমান এমপি ও উপজেলা চেয়ারম্যান অংশের নেতারা বালি ব্যবসা নিয়ে নিজেদের মধ্যে আপস-রফা করে নিয়েছে। কোন প্রকার ইজারা না নিয়ে গড়াই নদীর হিজলাবট - মোড়াগাছা বালিমহাল, ওসমানপুর
ও ভবানিপুর গুচ্ছগ্রাম বালিমহাল থেকে প্রতিদিন শতশত ট্রাক ও ট্রলি বালি উত্তোলন করে চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান হিজলাবট-মোড়াগাছা বালিমহলে অভিযান চালিয়ে একটি ট্রাক (যার নম্বর) ও স্যালো ইঞ্জিন চালিত ট্রলি আটক করে। অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান শেষ হওয়ার সাথে সাথে আবার বহাল তবিয়তে বালি উত্তোলন শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন