রবিবার, জানুয়ারী ২০, ২০১৩

মালয়েশিয়া নিবন্ধনে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানের ৬ মাসের কারাদন্ড

সিরাজুম সালেকীন : কুষ্টিয়ায় মালয়েশিয়া যাওয়ার নিবন্ধনে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ এক ইউপি চেয়ারম্যানকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে সদর উপজেলার বারখাদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে এ কারাদন্ড দেয় আদালত। জানা যায়, নিবন্ধন করতে আসা ব্যাক্তিদের কাছ থেকে পরিষদের চেয়ারম্যান এক’শ বিশ টাকা করে নিচ্ছে। এমন সংবাদে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বারখাদা ইউনিয়ন পরিষদ চত্বরে ভ্রাম্যমান আদালত বসান। এসময় অভিযুক্ত চেয়ারম্যান তার দোষ স্বীকার করলে আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ব্যাপারে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা বিষয়টি শোনার পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছি। সরকারের এই মহৎ উদ্যেগ যে কেউ ব্যাহৃত করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহন করতে বাধ্য করব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন