রবিবার, জানুয়ারী ২০, ২০১৩

২১ জানুয়ারী থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টার পদত্যাগ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুকসহ ছাত্রদলের নেতাদের মুক্তির দাবীতে আগামী ২১ জানুয়ারী থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় অনিদিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখ। গতকাল দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সংবাদ সম্মেলন করে প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ এবং ওমর ফারুকসহ ছাত্রদলের নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারন সম্পাদক রশিদুল ইসলাম রাশেদ, এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, ইসলামী বিশ্ব বিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, আনিসুল ইসলাম, তুহিন আলী, ফারুক হোসেন, যুগ্ন সম্পাদক
সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সহ-সাধারণ সম্পাদক শমীম হোসেন, দপ্তর সম্পাদক সাহেদ আহমেদ, ক্রিড়া সম্পাদক রাকিবুজ্জামান রিংকু, সহ-দপ্তর সম্পাদক ফিরোজ খান, শহর ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান মিথুন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিংকু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ম্যাক, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পী, সদর থানা ছাত্রদলের আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা মিজান, গাফ্ফার, রুহুল কুদ্দুস, শাজাহান প্রমুখ। এছাড়াও সংবাদ সম্মেলনে জেলা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ও জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন