রবিবার, জানুয়ারী ২০, ২০১৩

মালেশিয়ায় যেতে ইচ্ছুক কৃষি শ্রমিক নিয়োগে কুষ্টিয়ায় নিবন্ধন শুরু : অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

কুদরতে খোদা সবুজ : সরকারী ব্যবস্থাপনায় মালেশিয়ায় যেতে ইচ্ছুক কৃষি শ্রমিক নিয়োগে জন্য সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও শনিবার থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। জেলার ৬ উপজেলার ৬৪ ইউনিয়ন এবং ৫টি পৌর এলাকাসহ মোট ৬৯টি তথ্য সেবা কেন্দ্রে সকাল ৯টা থেকে একার্যক্রম শুরু হয়। সকাল থেকেই উৎসাহী যুবকসহ বিভিন্ন বয়সীদের নিবন্ধনের জন্য ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলোতে ভিড় করতে দেখা গেছে এবং লাইনে দাড়িয়ে তারা একার্যক্রমে অংশ নিচ্ছে। তবে জেলার চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট নেটওয়ার্ক
সুবিধা পর্যাপ্ত না থাকায় ধীর গতিতে একার্যক্রম চলছে বলে ভূক্তভোগীরা জানিয়েছে। এছাড়াও নিবন্ধন কার্যক্রমে নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রামের বাপ্পি নামে এক যুবক অভিযোগ করেন, পিয়ারপুর ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা জনি ও জাহাঙ্গীর নিবন্ধন খরচ বাবদ তার কাছ থেকে ২৫০ টাকা নিয়েছে। একই অভিযোগ পাওয়া গেছে প্রাগপুর ও দৌলতপুরসহ বিভিন্ন ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন