শুক্রবার, জানুয়ারী ২৫, ২০১৩

৩২ বিজিবি’র পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

৩২ বিজিবি’র সদস্যরা গত ২৩ জানুয়ারি মেহেরপুর জেলার সদর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদ এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি ভারতীয় জট গাঁজা ও ১৯ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫৯ হাজার টাকা। গত ২৩ জানুয়ারি মেহেরপুর জেলার সদর উপজেলার বাংগালপাড়া মাঠ দিয়ে একজন বাংলাদেশী ব্যাগ নিয়ে প্রবেশ করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শৈলমারী বিওপির হাবিলদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে একটি টহল দল উক্ত স্থানে যেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে ব্যাগ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে উক্ত ব্যাগ তল্লাশী করে বিজিবির টহল দল ০৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে। ঐদিন দৌলতপুর উপজেলার খড়ের মাঠ দিয়ে একজন বাংলাদেশী ব্যাগ নিয়ে প্রবেশ করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জামালপুর বিওপির হাবিলদার মোঃ আব্দুল হক এর নেতৃত্বে একটি টহল দল উক্ত স্থানে যেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে ব্যাগ ফেলে

আজ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বারো শরীফ দরবাবের বিভিন্ন কর্মসূচি

ষ্টাফ রিপোর্টার : আজ ১২ রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বারো শরীফ দরবাবের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে প্রথমে ভোর রাত্রি খাস মিলাদ মাহফিল। সকাল ৮টায় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি কোর্টপাড়াস্থ বারো শরীফ দরবার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করবে। এরপর বাদ যোহর কোরআন খানী। বাদ এশা আম মাহফিল ও প্রবন্ধ পাঠের মধ্যে দিয়ে এ কর্মসূচি শেষ হবে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার বাদ যোহর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বারো শরীফ দরবার প্রাঙ্গনে শিশু কিশোরদের ক্বিরাত, রচনা ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বাদ এশা রওজাপাকে গিলাফ দেয়া হয়। পবিত্র ১২ই রবিউল আউয়াল মানব জাতির ইতিহাসে সর্বপেক্ষা শ্রেষ্ট পবিত্র দিন। মানব এর মানবত্ব ধূলায় লুণ্ঠিত হতে আদম-এর শ্রেষ্ঠত্ব অর্জিত

কুষ্টিয়ায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

ষ্টাফ রিপোর্টার : জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বিশেষায়িত আধুনিক ট্রেড প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বিউটি ফিকেশন, ইন্টেরিয়র ডেকোরেশন, ইংশিল স্পোকেন, মোবাইল এ- বৈদ্যুতিক যন্ত্রপাতি সার্ভিসিং সহ সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ উপলক্ষ্যে গতকাল কুষ্টিয়া জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এ্যাডভোকেট। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীনতা যুদ্ধের পরে জাতীয় মহিলা সংস্থা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে তৈরী প্রথম সরকারী প্রতিষ্ঠান। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অসহায় ও অবহেলিত নারীদের সক্ষমতা বৃদ্ধি ও সাবলম্বী করার লক্ষ্যে পূর্বের সেলাই প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে নতুন করে আরও ৫টি ট্রেড সংযোজন করেন। তিনি আরোও

দৌলতপুর ছাত্রলীগের আহ্বায়কসহ ৩ ছাত্রলীগ নেতা ফেনসিডিলসহ গ্রেফতার

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেল্ াছাত্রলীগের আহ্বায়কসহ ৩ ছাত্রলীগ নেতাকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার দক্ষিন পীরেরবাগ এলাকা থেকে মিরপুর থানা পুলিশ ১০৫ বোতল ফেনসিডিল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল- দৌলতপুর উপজেল্ াছাত্রলীগের আহ্বায়ক আব্দুর রশীদ, ছাত্রলীগ নেতা বোরহান ও পলাশ।  মিরপুর থানার কর্তব্যরত এএসআই শিউলি জানান, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে একদল মাদক ব্যবসায়ী ফেনসিডিল পাচার করে ঢাকার ২০৯/১ দক্ষিন পীরেরবাগ এলাকার

কুষ্টিয়ায় যুদ্ধপরাধীদের বিচারের দাবীতে ১৪ দলের মানববন্ধন

ষ্টাফ রিপোটার : ৭১ এর ঘাতক দালাল গোলাম আযম নিজামী মুজাহিদসহ সকল যুদ্ধপরাধীদের দ্রুত বিচারের দাবীতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় মানবন্ধন করেছে ১৪ দল। গতকাল বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত শহরের বক চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোস্তফা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ। সভায় আজগর আলী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে যারা বিরধীতা করেছিলো তাদের বাংলাদেশের মাটিতে স্থান নেই। অবিলম্বে আবুল কালাম আযাদের রায় কার্যকরসহ সকল যুদ্ধপরাধীদের বিচার দাবী করেন তিনি।

কুষ্টিয়া হাই স্কুল ১০ উইকেটে জায়ী

হাওয়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও অর্থায়নে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ইয়াং টাইগার্স অনুর্ধ-১৪ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১২-১৩ গত ২২ জানুয়ারি হতে শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এ প্রতিযোগিতা চলছে। গতকাল কুষ্টিয়া হাই স্কুল ১০ উইকেটে জগতী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টচে জিতে প্রথমে ব্যাটিং করে জগতী মাধ্যমিক বিদ্যালয়। ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৪ রান করে। জবাবে কুষ্টিয়া হাই স্কুল কোন উইকেট না

বৃহস্পতিবার, জানুয়ারী ২৪, ২০১৩

কুষ্টিয়ায় বিএনপি নেতাদের জামিন জেলা ও দায়রা জজ আদালতে নামঞ্জুর

সিরাজুম সালেকীন : কুষ্টিয়ায় পুলিশের একটি মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনবার্সন সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ ছয় নেতার জামিন নামঞ্জুর করেছে জেলা দায়রা জজ আদালত। বুধবার জেলা দায়রা জজ কোর্টে জামিন মঞ্জুরের আবেদন করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে। এর আগে গত সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে। এদিকে গতকাল সকালে বিএনপির দুই নেতাকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে। নেতারা হলেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারন সম্পাদক অধ্যক্ষ