শুক্রবার, জানুয়ারী ২৫, ২০১৩

৩২ বিজিবি’র পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

৩২ বিজিবি’র সদস্যরা গত ২৩ জানুয়ারি মেহেরপুর জেলার সদর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদ এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি ভারতীয় জট গাঁজা ও ১৯ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫৯ হাজার টাকা। গত ২৩ জানুয়ারি মেহেরপুর জেলার সদর উপজেলার বাংগালপাড়া মাঠ দিয়ে একজন বাংলাদেশী ব্যাগ নিয়ে প্রবেশ করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শৈলমারী বিওপির হাবিলদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে একটি টহল দল উক্ত স্থানে যেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে ব্যাগ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে উক্ত ব্যাগ তল্লাশী করে বিজিবির টহল দল ০৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে। ঐদিন দৌলতপুর উপজেলার খড়ের মাঠ দিয়ে একজন বাংলাদেশী ব্যাগ নিয়ে প্রবেশ করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জামালপুর বিওপির হাবিলদার মোঃ আব্দুল হক এর নেতৃত্বে একটি টহল দল উক্ত স্থানে যেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে ব্যাগ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে উক্ত ব্যাগ তল্লাশী করে বিজিবির টহল দল ০৭ (সাত) কেজি ভারতীয় জট গাঁজা উদ্ধার করে। অপর একটি টহল দল ২০০০ ঘটিকায় রামকৃষ্ণপুর বিওপির হাবিলদার মোহাম্মদ আলী এর নেতৃত্বে মোহম্মদপুর চরে যেয়ে অভিযান চালিয়ে ১৯ (ঊনিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলি ধ্বংশের নিমিত্তে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মিরপুর, কুষ্টিয়ায় জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন