শুক্রবার, জানুয়ারী ২৫, ২০১৩

খোকসায় মুক্তির উদ্যোগে পারিবারিক ভাবে নারী সহিংসতা প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনি : কুষ্টিয়ার খোকসায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে পারিবারিক সহিসংতা প্রতিরোধ ও সুরক্ষা আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে পারিবারিক সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পারিবারিক সহিসংতা প্রতিরোধ ও সুরক্ষা আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খোকসা উপজেলা পারিবারিক সহিংসতা প্রতিরোধ কমিটির আহবায়ক ডাঃ অরুন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্টু মহিলা কলেজের অধ্যক্ষ ওয়াহিদুল ইসলাম, খোকসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়ক জায়েদুল হক মতিন, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শোমসপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জান কাজল, খোকসা ইউপি চেয়ারম্যান আয়ুব আলী বিশ্বাস প্রমুখ। সেমিনারে শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, এনজিও কর্মী, ছাত্রীসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। সভায় বক্তাগন পরিবার থেকে কুসংস্কার দুর করে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহবান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন