শুক্রবার, জানুয়ারী ২৫, ২০১৩

মহেশপুর সীমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে জিয়াউর রহমান (৩০) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শ্রীনাথপুর সীমান্তের জিরো লাইন থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতের ছুটিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা। জিয়াউর রহমান মহেশপুর উপজেলার শ্যামপুর গ্রামের পুর্বপাড়ার মোশারফ হোসেনের ছেলে। বিজিবি শ্রীনাথপুর ক্যাম্পের হাবিলদার লোকমান হোসেন জানান, সকালে জিয়াউর রহমান জিরো লাইন পার হয়ে কাটা তার ভেঙে ভারতে গরু আনতে যায়। এসময় সীমান্তের ৬০/১৪১নং পিলারের পাশ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।  এদিকে দুপুরে আটক বাংলাদেশিকে ফেরত দেওয়ার বিষয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাকে ফেরত দেয়া হয়নি। শ্রীনাথপুর সীমান্তের ৬০নং মেইন পিলার ও রিভার পিলার ১৩৮ এর নিকট বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পক্ষে এ পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বিজিবি শ্রীনাথপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার হাবিলদার সোলাইমান হোসেন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ এর ছুটিপুর ক্যাম্প কোম্পানী কমান্ডার এসআই অজিত কুমার। পতাকা বৈঠকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন