শুক্রবার, জানুয়ারী ২৫, ২০১৩

কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচী : আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

আব্দুম মুনিব : আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। আখেরী নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর এদিন জন্ম ও ওফাত দিবস। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে তাই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি উদযাপিত হবে। বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে এই দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছেÑ মহানবী (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, সমাবেশ, মিলাদ মাহফিল, মোনাজাত এবং ঢাকা মহানগরীতে ধর্মীয় শোভাযাত্রা। পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াও এ উপলক্ষে বাণী প্রদান করেছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে মহানবী (সাঃ)-এর জীবনাদর্শ আমাদের সকলের জীবনকে আলোকিত করুক, মহান আল্লাহ’র কাছে এ প্রার্থনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন,‘আমার দৃঢ় বিশ্বাস মুহাম্মদ (সাঃ)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা।’ তিনি বলেন,আজকের অশান্ত ও দ্বন্দ্ব-সংঘাত মুখর বিশ্বে প্রিয়নবী (সাঃ)-এর অনুপম শিক্ষার অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ শুক্রবার সরকারি ছুটি। বিভিন্ন জাতীয় দৈনিক এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। 
এদিকে মহানবী হজরত মহাম্মাদ (সঃ) জন্ম ও মৃত্যৃ বার্ষীকি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আজ কুষ্টিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাদ মাগরীব কুষ্টিয়া বড় জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন টার্মিনাল জামে মসজিদের ইমাম মাওলানা আবু তোহা। ৬ রাস্তার মোড় থানাপাড়া জামে মসজিদে আজ সকাল ৮ টায় ক্বেরাত, হামদ, নাত, ইসলামী গজল, রচনা ও আজান প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এছাড়া পরদিন শনিবার বাদ আছর আলোচনা সভা অনুষ্ঠিত হবে আলোচনা করবেন কুষ্টিয়া ইসলামীয়া কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা আ ফ ম নাজমুস সালেহীন, কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও.আব্দুল হালিম শরীফ। কলেজ মোড় কোর্টপাড়া মসজিদে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এখানে প্রধান আলোচক সরকারী কলেজের শিক্ষক রুহুল আমিন বেলাল। দোকান মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে বিকালে শহরের ইব্রাহীম সূপার মার্কেটে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পূর্ব মজমপুর জামে মসজিদে ২ দিন ব্যাপী অনুষ্ঠানের আজ ২য় দিন বাদ আসর আলোচনসভা অনুষ্ঠিত হবে। বড় বাজার জামে মসজিদে শনিবার আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া বারো শরীফ দরবারে আজ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন