শুক্রবার, জানুয়ারী ২৫, ২০১৩

কুষ্টিয়ায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

ষ্টাফ রিপোর্টার : জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বিশেষায়িত আধুনিক ট্রেড প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বিউটি ফিকেশন, ইন্টেরিয়র ডেকোরেশন, ইংশিল স্পোকেন, মোবাইল এ- বৈদ্যুতিক যন্ত্রপাতি সার্ভিসিং সহ সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ উপলক্ষ্যে গতকাল কুষ্টিয়া জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এ্যাডভোকেট। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাধীনতা যুদ্ধের পরে জাতীয় মহিলা সংস্থা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে তৈরী প্রথম সরকারী প্রতিষ্ঠান। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অসহায় ও অবহেলিত নারীদের সক্ষমতা বৃদ্ধি ও সাবলম্বী করার লক্ষ্যে পূর্বের সেলাই প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে নতুন করে আরও ৫টি ট্রেড সংযোজন করেন। তিনি আরোও বলেন প্রশিক্ষানার্থীরা সফল ভাবে প্রশিক্ষণ গ্রহন করার পর তারা যে পণ্য তৈরী করবেন এটা ভবিষ্যতে বিদেশী রপ্তানী করে অর্থ উর্পাজন করা সম্ভব। এর জন্য প্রয়োজন সঠিক পদ্ধতিতে ও মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহন করা এবং তৈরী পন্যগুলোর সঠিক মান বজায় রাখা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক জনাব জাহিদ হোসেন জাফর। তিনি তার বক্তব্যে বলেন জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কার্যক্রম কুষ্টিয়া জেলার সকল স্তরের মহিলাদেরকে সাবলম্বী করে তুলতে বড় ধরনের ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন। তাছাড়াও বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেভিমকপ্রপ্র প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব জনাব নাসরিন আক্তার। তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর এজন্য তথ্য ও প্রযুক্তির ব্যবহার নিজ ও জাতীয় জীবনে অত্যন্ত জরুরী। শিক্ষিত নারীদেরকে অবশ্যই তাদের পড়ালেখার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করতে হবে। তাছাড়া তাদের তথ্য ও প্রযুক্তি নির্ভর এই যুগে টিকে থাকা অসম্ভব। তাছাড়াও বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী আসমা জাহান লিজা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা কুষ্টিয়া জেলা শাখার সদস্য জেবুন্নেছা সবুজ, শাহানা বেগম, নূরী হক সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংসন্থা কুষ্টিয়া জেলা শাখার চেয়ারম্যান বেগম নূরজাহান। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাতীয় মহিলা সংস্থার ট্রেড প্রশিক্ষক সৈয়দা হাবিবা। অনুষ্ঠানে জাতীয় মহিলা কর্মকর্তা কর্মচারী সহ প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীরা এবং আরো অনেকে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন