শনিবার, ফেব্রুয়ারী ০৯, ২০১৩

বিএনপি চেয়ারপার্সনের শোকবার্তা

গতকাল শুক্রবার সকাল ৮ টায় মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে শতাধিক যাত্রী নিয়ে ‘এম এল সারস’ নামের একটি লঞ্চ ডুবে বেশ কিছু মানুষের প্রানহানি ও নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, “মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চ

মাসিক কৃষিকণ্ঠ পত্রিকার ১ম বর্ষ পূর্তি

কুমারখালী প্রতিনিধি : মাসিক কৃষিকণ্ঠ পত্রিকার ১ম বর্ষ পূর্তিতে কুষ্টিয়ার কুমারখালীতে সুধী সমাবেশের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় সোনাবন্ধু শাহ মার্কেট থেকে র‌্যালীটি যাত্রা শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উল্লেখিত স্থানে সমাবেত হয় এবং কেক কেটে পত্রিকা বর্ষপূর্তি ঘোষণা করে পত্রিকার সম্পাদক মাহাবুব-উল-আহসান উল্লাস। প্রবীণ শিক্ষাবিদ আব্দুল মুত্তালিব, সামছুল আলম, কবি
কুমারখালী বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা
শরীফুল ইসলাম কুমারখালী :
সদ্য কারামুক্ত জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ ১৩ নেতার গণসংবর্ধনা উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী থানা/পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টা থেকে ২ ঘন্টা ব্যাপী আগামী ১১ ফেব্র“য়ারী সোমবাার রেলবাজারস্থ গণসংবর্ধনার প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি এ্যাডঃ গোলাম মোহাম্মদ। থানা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ কুতুবুল আলম নতুনের পরিচালনায় প্রস্তুতি সভায় ব্যাপক জনসমাবেশ ঘটাতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন থানা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ আব্দুল ওয়াদুদ মিয়া, আবুল কাশেম রবি মাষ্টার, আবুল কালাম আজাদ,

মুক্তিযোদ্ধা আবদুস সালাম মাষ্টার স্মরণে শোক সভায় নেতৃবৃন্দ

হাওয়া ডেস্ক : বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শের সৈনিক আবদুস সালাম মাষ্টারের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও আত্মার মাগফেরাত কামনা করে বলেছেন, যে শোষনমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় ১৯৭১ সালে আবদুস সালাম মাষ্টার মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন সেই রাষ্ট্র আজও প্রতিষ্ঠিত হয়নি। আমৃত্যু তিনি মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে শোষনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ও সংগ্রাম করেছেন। তিনি গতকাল শুক্রবার দুপুরে

পৌর চত্বরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে গণজমায়েতের দ্বিতীয় দিন

মানবতাবিরোধী, স্বাধীনতাবিরোধী ও নরঘাতক কাদের মোল্লা সহ সকল রাজাকারের ফাঁসির দাবীতে এবং জামাত শিরিরের রাজনীতি নিষিদ্ধের দাবীতে কুষ্টিয়া স্বাধীনতাকামী মানুষের গণ জমায়েত দ্বিতীয় দিনের মত অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। এই গণ জমায়েতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র, বুদ্ধিজীবি ও সংস্কৃতি কর্মী সহ সকল শ্রেণীর মানুষের পদচারনায় মুখরীত হয়। সবার মুখে একই শ্লোগান রাজাকারের ফাঁসি চাই। এছাড়াও বিভিন্ন মানুষ স্ব-স্ব উদ্যোগে ফেস্টুন, ব্যানার, কাটুন ছবি, র‌্যালী, মিছিল, রাজাকারদের নাম সম্বলিত টয়লেট পেপার বিতরণ ও প্রোজেক্টরের মাধ্যমে বিভিন্ন স্বাধীনতা ভিত্তিক ছবি প্রদর্শিত হয়। গণজমায়েত এর সময় আবৃত্তি করেন স্রোত,

কুষ্টিয়ায় এসএসসি বাংলা ২য় পত্র পরীক্ষায় স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে অনুষ্ঠেয় এসএসসি বাংলা ২য় পত্র পরীক্ষা গত ৫ ফেব্র“য়ারী হওয়ার কথা ছিল কিন্তু হরতালের কারণে শিক্ষামন্ত্রনালয় কর্তৃক পরীক্ষা তারিখ পরিবর্তন করে ৮ফেব্র“য়ারী শুক্রবার সকাল ৯ থেকে বেলা ১২টা পর্যন্ত করে। গতকাল সকালে কুষ্টিয়া জিলা স্কুলে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন পরীক্ষা পরিদর্শনে আসেন। তিনি প্রতিটি কক্ষ পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেন। এসময় তার সাথে ছিলেন কেন্দ্র সচিব ও জিলা স্কুলের প্রধান শিক্ষক নিভা রানী পাঠক, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী,স্কুল হেলথ মেডিকেল অফিসার ডাঃ ফাতেমাতুজ জোহরা। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জিলা স্কুল পরিদর্শন করে কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহর থেকে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে জনতা আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। আটককৃত সন্ত্রাসী আব্দুর রহমান রনী (২০) কুষ্টিয়ার মীরপুর উপজেলার কালকেদাহ গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তার কাছ থেকে ১টি দেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে . শৈলকুপা থানার ওসি আব্দুল বারী জানান, জেলার শৈলকুপা উপজেলা শহরের মধ্যপাড়ার কলেজ শিক্ষক আব্দুল