শনিবার, ফেব্রুয়ারী ০৯, ২০১৩

মুক্তিযোদ্ধা আবদুস সালাম মাষ্টার স্মরণে শোক সভায় নেতৃবৃন্দ

হাওয়া ডেস্ক : বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শের সৈনিক আবদুস সালাম মাষ্টারের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও আত্মার মাগফেরাত কামনা করে বলেছেন, যে শোষনমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় ১৯৭১ সালে আবদুস সালাম মাষ্টার মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলেন সেই রাষ্ট্র আজও প্রতিষ্ঠিত হয়নি। আমৃত্যু তিনি মজলুম জননেতা মওলানা ভাসানীর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে শোষনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ও সংগ্রাম করেছেন। তিনি গতকাল শুক্রবার দুপুরে দলীয় মিলনায়তনে ন্যাপ‘র প্রেসিডিয়াম সদস্য আবদুস সালাম মাষ্টার স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তব্য রাখছিলেন। নগর সাধারন সম্পাদক মোঃ শহীদুননবী ডাবলু‘র সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন করেন ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, জাগপা সাধারন সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার, ডিএল সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, কল্যাণ পার্টি যুগ্ম মহাসচিব এম.এম. আমিনুর রহমান, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমান চৌধুরী টিটো, সম্পাদক মোঃ কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি মল্লিক আবদুস সোবহান, ডাঃ হাকিম রিয়াজউদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ শামিম ভুইয়া, জিল্লুর রহমান পলাশ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল সাধারন সম্পাদক সোলায়মান সোহেল, সায়মা খাতুন রিভা, মরহুমের পুত্র এইচ.এম. সেলিম, মোঃ স্বপন হোসেন, ভাগিনা আবদুল কাইয়ূম প্রমুখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন