শনিবার, ফেব্রুয়ারী ০৯, ২০১৩

খোকসার আলোচিত স্কুলছাত্র হত্যাকারী “ব্লেড জুবায়ের” গ্রেফতার

খোকসা প্রতিনিধি : ঢাকায় ছাত্রলীগ কর্মীদের হাতে খুন হওয়া বিশ্বজিৎ এর অন্যতম ঘাতক চাপাতি শাকিলের পরে এবার কুষ্টিয়ার খোকসায় ব্লেড জুবায়েরের আবির্ভাব। খোকসায় পুলিশের চেষ্টায় এক সপ্তাহের মধ্যে খোকসার আলোচিত স্কুলছাত্র লিংকন হত্যার খুনি ‘বেল্ড জুবায়ের’ গ্রেফতার। মোবাইল ফোনের জন্যই লিংকনকে ব্লেড দিয়ে হত্যা করা হয়েছে বলে খুনির স্বীকারোক্তি। পরিবার চায় খুনির ফাঁসি। দ্রুত খুনি ধরা পড়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসীসহ নিহতের সহপাঠীরা।
খোকসা থানা অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার জানায়, খুনের সময় নিহতের হাতে থাকা নিহতের মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে তদন্তের নামে পুলিশ এরই সূত্র ধরে হাত বদল হওয়া মোবাইল ব্যবহারকারীকে সনাক্ত করে পুলিশ। এরপর ঐ মোবাইল ব্যবহারকারীকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে একে একে হাত বদল হওয়া চার জনকে রাতেই খুঁজে বের করে পুলিশ। এদের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই বেরিয়ে আসে আসল খুনির নাম। সে সূত্র ধরে ভোর রাতে পুলিশ গ্রেফতার করে একই গ্রামের ইব্রাহিম শেখ এর ছেলে জুবায়ের (১৮) কে। জিজ্ঞাসাবাদে জুবায়ের পুলিশের কাছে খুনের ঘটনা বলে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ খুনি জুবায়েরকে সাংবাদিকদের সামনে হাজির করে। এ সময় সাংবাদিকদের কাছে জুবায়ের খুনের কথা স্বীকার করে খুনের বর্ণনা করে। জুবায়ের সাংবাদিকদের জানায়, গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় একই গ্রামের লিংকন পাশের বাড়ী থেকে মোবাইল ফোন নিয়ে বাড়ি ফিরছিল। এসময় সে রাস্তায় দাঁড়িয়ে ছিল। লিংকনকে একা একা রাস্তায় যেতে দেখে তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য কৌশল গ্রহণ করে। পরে লিংকনের মোবাইলের টাইম ঠিক করে দেওয়ার কথা বলে তাকে নিয়ে কৌশলে মাঠের দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর তার নিজের গা থেকে সোয়েটার খুলে লিংকনের মুখ বেঁধে ফেলে। এরপর লিংকন জোরাজুরি করতে থাকলে এক পর্যায়ে স্যালো মেশিনের পানির হাউজের দেয়ালের সাথে গুতা দিয়ে লিংকনের মাথায় আঘাত করে। এ সময় লিংকন ছুটে পালানোর চেষ্টা করলে তার পরনের লুঙ্গী দিয়ে তাকে বেঁধে হত্যা করার উদ্দেশ্যে গলা চেপে ধরে। এরপরও তার মৃত্যু না হওয়ায় আমার মানিব্যাগে থাকা ব্লেড দিয়ে অন্ডকোষ কেটে তার মৃত্যু নিশ্চিত করে। এ সময় লিংকন পড়ে গেলে তার মাথায় পূণরায় ইট দিয়ে মাথায় আঘাত করে চূড়ান্তভাবে মৃত্যু নিশ্চিত করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরদিন জুবায়ের খোকসা বাজারের এক গান লোড ব্যবসায়ীর কাছে ৪ শো টাকায় মোবাইল ফোন বিক্রি করে। মোবাইল বিক্রির টাকা সে নেশার কাজে ব্যবহার করেছে বলে সাংবাদিকদের জানায়। স্কুলছাত্র খুনের এক সপ্তাহের মধ্যে খুনি সনাক্ত করে তাকে গ্রেফতার করায় স্থানীয় জনগণের মধ্যে স্বত্বি ফিরে এসেছে। নিহত লিংকনের পিতা জানায় পুলিশের স্বদিচ্ছার কারণে এক সপ্তাহের মধ্যে খুনি গ্রেফতার হয়েছে। তিনি পুলিশকে ধন্যবাদের পাশাপাশি খুনির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। উল্লেখ্য গত ৩১ জানুয়ারী সন্ধ্যায় স্কুল ছাত্র লিংকন পাশের বাড়ী থেকে চার্জে দেওয়া মোবাইল ফোন নিয়ে আসার পথে নিখোঁজ হয়। পরদিন শুক্রবার দুপুরে মাঠের মধ্য থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন