শনিবার, ফেব্রুয়ারী ০৯, ২০১৩

দৌলতপুরে মুক্তিপনের দাবিতে যুবক অপহরন : গ্রেপ্তার-১

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুরে মুক্তিপনের দাবিতে শাহীনুল ইসলাম (২২) নামে এক যুবককে লালচাঁদ বাহিনীর সন্ত্রাসীরা অপহরন করেছে। অপহৃত শাহীনুল সন্ত্রাসীদের কবল থেকে কৌশলে পালিয়ে আসলে সন্ত্রাসীরা অপহৃতের বাড়িতে হামলা চালালে নেজামুল ইসলাম নেজা (৪০) নামে একজন আহত হন। পুলিশ এঘটনায় জড়িত সন্ত্রাসী লালচাঁদ বাহিনীর ক্যাডার ও অপহরনকারী চক্রের সদস্য হাবিব (৩৫) কে গ্রেপ্তার করেছে। অপহৃত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মাদক ব্যবসা সংক্রান্ত খবর র‌্যাবকে অবহিত করার অভিযোগে উপজেলার ফিলিপনগর ইউপি’র ইসলামপুর জামাইপাড়া গ্রামের শফি’র ছেলে মাদক ব্যবসায়ী শাহীনুল ইসলামকে বুধবার রাতে লালচাঁদ বাহিনীর ক্যাডার ও চল্লিশ বাহিনীর সন্ত্রাসী রাকিবুল, হাপিজুল, রাজিব ও হাবিবসহ ১০/১২ অস্ত্রের মুখে অপহরন করে। সন্ত্রাসীরা অপহৃত শাহীনুলকে একই ইউপি’র সিরাজনগর গ্রামের একটি বাগানে মুখ হাত-পা বেঁধে আটকিয়ে রেখে তার পরিবারের কাছে একলক্ষ টাকা মুক্তিপন দাবি করে। সন্ত্রাসীদের কবল থেকে অপহৃত শাহীনুল পরদিন বৃহস্পতিবার রাতে কৌশলে পালিয়ে আসলে অপহরনকারী ওই সকল সন্ত্রাসীরা ওইদিন রাতেই শফির বাড়িতে হামলা চালিয়ে মুক্তিপন বাবদ একলক্ষ টাকা চাঁদা দাবি করে। সন্ত্রাসীদের মুক্তিপনের চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা বাড়ির লোকজনদের বেধড়ক মারপিট করতে থাকে। সন্ত্রাসীদের বাঁধা দিতে গিয়ে নেজামুল ইসলাম নেজা গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় অপহৃতেরর পিতা শফি দৌলতপুর থানায় অভিযোগ দিলে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসী হাবিবকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ। এবিষয়ে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহির হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসী হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপহরনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন