স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩য় বর্ষের শিক্ষাথীদের গতকাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল ওরিয়েন্টশন ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে ক্লিনিক্যাল ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিেেসব উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএমএ কুষ্টিয়া শাখার সভাপতি ডাঃ জামালউদ্দিন মোল্লা ও সাধারন সম্পাদক ডাঃ আমিনুল হক রতন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ ফরহাদ আরা রুমী,ডাঃ সুরেশ তুলসান,ডাঃ আব্দুল মান্নান,ডাঃ সালেক মাসুদ,ডাঃ মোহাম্মদ আলী প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আইনুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ আজিজুন্নাহার। এখন থেকে প্রতিদিন দেড় ঘন্টা করে ৩য় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস মেডিকেল কলেজে হাসপাতালের বিভিন্ন বিভাগে ব্যবহারিক ক্লাস করবে। গতকাল ওরিয়েন্টেশন ক্লাসের পর শিক্ষার্থীরা হাসপাতালের মেডিসিন ওয়ার্ড এবং সার্জারী ওয়ার্ডে ক্লাস শুরু করে। অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ নাজনীন রহমান।
মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৩
খোকসায় স্বেচ্ছাসেবকদল নেতা মিজানের মায়ের মৃত্যুতে সৈয়দ মেহেদী রুমীর শোক
খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসার থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিজানুর রহমানের মাতা জিন্নাতুন নেছা গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না......... ............রাজেউন). তার মাতার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি খবর পাওয়া মাত্রই ঢাকা থেকে মিজানের মায়েন নামাজের জানাযায় যোগদান করেন। জানাযা অনুষ্ঠিত হয় মরহুমার একতারপুরের নিজ বাসভবনের পারিবারিক কবরস্থানে। তার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন থানা
খোকসায় সড়ক দূঘর্টনায় প্রবাসীর মৃত্যু : আহত-১
মনিরুল ইসলাম মনি, খোকসা: কুষ্টিয়ার খোকসায় সড়ক দূঘর্টনায় প্রিন্স (৩২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার একতারপুর গ্রামের কাছাকাছি একটি মোটরসাইকেল বাটাহামবার গাড়ীকে ওভারটেকিং করতে গেলে এ দূঘর্টনার সূত্রপাত ঘঠে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং মোটরসাইকেল চালক বাটুল (২৫) আহত হয়। আহত বাটুলকে স্থানীয়রা উদ্ধার করে খোকসা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নিহত প্রিন্স রাজবাড়ির পাংশা উপজেলার চরকদমদিয়া গ্রামের আকুল শেখের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ সিঙ্গাপুরে ছিলো। নিহত প্রিন্সের লাশ ময়নাতদন্ত এর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
জাহিদ সভাপতি-শরিফুল সাধারণ সম্পাদক
মিরপুরে পোড়াদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন
মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার নওপাড়া বাজার প্রাঙ্গণে এ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুল ইসলাম বাবু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,
মিরপুরে পথসভা ও গণসংযোগকালে অধ্যাপক শহীদুল ইসলাম
সরকার বিরোধী আন্দোলনে
যেখানে বাঁধা সেখানেই প্রতিরোধ
মিরপুর প্রতিনিধি : সরকার ২৪ শে অক্টোবরের পরে গায়ের জোরে রাষ্ট্র পরিচালনা করার যে স্বপ্ন দেখছে তা কখনও পূরণ হবে না। হাসিনা সরকারে একদলীয় নির্বাচনকে রুখে দেয়া হবে। গত শনিবার দিনব্যাপী মিরপুর উপজেলার বহলবাড়ীয়া, ধুবইল, পৌরসভা, আমলা, ছাতিয়ান, কুর্শা, সদরপুর ও মালিহাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন, যারা ধর্ম নিয়ে কটাক্ষ করে, পদ্মা সেতু, হলমার্ক কেলেংকারী ও সোনালী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট করেছে তাদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় নিতে হবে। নির্বাচনের আগে এ সরকার যত প্রতিশ্র“তি দিয়েছিল তার একটাও বাস্তবায়ন করেনি। ঘরে ঘরে চাকুরী
মুক্তির উদ্যোগে জমি জলা ব্যবস্থাপনা বিষয়ক জনসংলাপ অনুষ্ঠিত

হাওয়া ডেস্ক : গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় সকাল ১০টায় কারামায় চাইনিজ রেষ্টুরেন্ট কুষ্টিয়ায় “জমি-জলা ব্যবস্থাপনা বিষয়ক জনসংলাপ” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন মুক্তির নারীর ক্ষমতায়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বাবর আলী। সংলাপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন শমসের আলী, ম্যানেজার প্রোগ্রাম পলিসি এ্যান্ড ক্যাম্পেইন,একশন এইড বাংলাদেশ ঢাকা . অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম,রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল হক, বাংলাদেশ কমিউনিষ্ট পাটির কুষ্টিয়ার সভাপতি রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুষ্টিয়া জেলার সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল,বাংলাদেশ আওয়ামী লীগের কুষ্টিয়া জেলার সাংগঠনিক
দৌলতপুরে আগুনে পুড়ে ৬লাখ টাকার ক্ষতি
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে ৪টি ঘর ভুষিভুত হয়েছে। গতকাল রাতে উপজেলার শেরপুর পশ্চিম পাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়ীতে এঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদশী সুত্র জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে শেরপুর পশ্চিম পাড়া গ্রামে রফিকুল ইসলামের পাটকাঠির পালা থেকে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়লে তার প্রায় নগদ এক লাখ টাকা, ৪টা ঘর, ১৫ মণ পাট এবং ৩টা ছাগল পুড়ে যায়। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)