মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৩

কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ওরিয়েন্টশন ক্লাস শুরু

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ৩য় বর্ষের শিক্ষাথীদের গতকাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল ওরিয়েন্টশন ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে ক্লিনিক্যাল ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিেেসব উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএমএ কুষ্টিয়া শাখার সভাপতি ডাঃ জামালউদ্দিন মোল্লা ও সাধারন সম্পাদক ডাঃ আমিনুল হক রতন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ ফরহাদ আরা রুমী,ডাঃ সুরেশ তুলসান,ডাঃ আব্দুল মান্নান,ডাঃ সালেক মাসুদ,ডাঃ মোহাম্মদ আলী প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আইনুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ আজিজুন্নাহার। এখন থেকে প্রতিদিন দেড় ঘন্টা করে ৩য় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস মেডিকেল কলেজে হাসপাতালের বিভিন্ন বিভাগে ব্যবহারিক ক্লাস করবে। গতকাল ওরিয়েন্টেশন ক্লাসের পর শিক্ষার্থীরা হাসপাতালের মেডিসিন ওয়ার্ড এবং সার্জারী ওয়ার্ডে ক্লাস শুরু করে। অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ নাজনীন রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইফতেখার মাহমুদ বলেন,কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি স্মরনীয় হয়ে থাকবে। প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাসের মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভার যথার্থ স্বাক্ষর রেখে জ্ঞানার্জন করবে বলে আশা রাখি। তিনি বলেন,কুষ্টিয়া হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপুর্ন একটি হাসপাতাল। এ হাসপাতালে শিক্ষার্থীরা তাদের জ্ঞান আহরনের উপযুক্ত ক্ষেত্র সেই সাথে শিক্ষার সুন্দর পরিবেশ পাবে বলে আশা রাখি। তিনি বলেন,শিক্ষার্থীদের হাসপাতালের সর্ব নিম্ম কর্মচারীদের নিকট থেকেও শিক্ষার অনেক কিছু রয়েছে। সেবার মন এবং শেখার আগ্রহ নিয়ে শিখতে পারলে পরিপুর্ণভাবে জ্ঞানার্জন সম্ভব। তিনি শিক্ষার্থীদের চিকিৎসক,কর্মকর্তা কর্মচারীসহ সকলের সাথে সৌহার্দপুর্ন সম্পর্ক রেখে শিক্ষা গ্রহনের পরামর্শ দেন। তিনি হাসপাতালের সকল পর্যায়ের চিকিৎসক ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন