মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৩

আওয়ামীলীগ গণতন্ত্রকে হত্যা করেছে : মসিউর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনের ব্যবস্থা করছে। নিজেদের মত করে সংবিধান সংশোধন করেছে। তাই এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দলীয় সংবিধানের মাধ্যমে আওয়ামী লীগ ১৬ কোটি মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। তারা নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে জোর করে আবার ক্ষমতায় আসতে চায়। কিন্তু সে স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না জনগণ। জনগণ এবার তাদেরকে প্রতিরোধ করবে। সোমবার বিকালে ঝিনাইদহের ডাকবাংলা
বাজারে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহালের দাবিতে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বিএনপি নেতা জিয়াউল ইসলাম ফিরোজ, আব্দুর রউফ জোয়ার্দ্দার, খলিলুর রহমান, জেলা যুবদলের আহবায়ক রওশন বিন কদর মিরণ, সদর উপজেলা যুবদলের সহ-সভাপতি কামাল হোসেন প্রমুখ। জনসভায় সাধুহাটি, সাগান্না, মধুহাটি ও হলিধানী ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত হয়। জনসভায় মসিউর রহমান বলেন, এখন আর পিছনে তাকানোর সময় নেই। এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনো বাঁধা-বিপত্তি এই অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে পারবে না। মসিউর প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন না। যদি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করেন তবে জনগণ আপনাদের ক্ষমা করবে না। মসিউর আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন