মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৩

চরসাদিপুরে বিএনপির জনসভায় ১৪৪ ধারা জারির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপির পূর্ব ঘোষিত জনসভা বানচালের লক্ষ্যেই পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে : সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী

আব্দুম মুনিব : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপির পূর্ব ঘোষিত জনসভায় আওয়ামী লীগের পাল্টা সমাবেশ ডাকায় সেখানে উপজেলা প্রশাসন কর্তৃক ১৪৪ ধারা জারির প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে। সোমবার দুপুর ১ জেলা বিএনপির কার্যলয়ে এ সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর বলেন, কুমারখালীর চরশাদিপুরে বিএনপির জনসভার প্রস্তুতি হিসেবে গত ১০-১২ দিন যাবত গনসংযোগ করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কিন্তু হটাৎ করে আওয়ামীলীলের একটি অংশ সমাবেশ শুরুর মাত্র কয়েক ঘন্টা পূর্বে পাল্টা জনসভা ডাক দেয়া এটা স্বৈরাচারী আওয়ামী
সরকারের ফ্যাসীবাদী চরিত্রের বহিপ্রকাশ। মূলত বিএনপির পূর্ব ঘোষিত জনসভা বানচালের লক্ষ্যেই পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি বলেন, রাজধানী ঢাকাতে সভা সমাবেশ নিষিদ্ধ করে এখন জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে বিএনপির শান্তিপূর্ন কর্মসূচিতে নগ্ন হস্তক্ষেপ করছে স্বৈরাচারী আওয়ামীলীগ ও প্রশাসন। সকল বাধা অতিক্রম করে আগামী ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ হবে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মক্তযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, কুমারখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.কুতুবুল আলম নতুন, জেলা বিএনপির যুগ্ম সম্পডাদক এসএম ওমর ফারুক, কুমারখালী থানা বিএনপির যুগ্ম সম্প্দাক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, জেলা বিএনপির বিষেশ সম্পাদক একে বিশ্বাস বাবু, বন ও পরিবেশ সম্পাদক খন্দকার আব্দুস সালাম, ক্রিড়া সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, সহ জেলা ও থানা বিএনপির অনান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার জাতীয় এবং স্থানীয় পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন