মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৩

মুক্তির উদ্যোগে জমি জলা ব্যবস্থাপনা বিষয়ক জনসংলাপ অনুষ্ঠিত


হাওয়া ডেস্ক : গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় সকাল ১০টায় কারামায় চাইনিজ রেষ্টুরেন্ট কুষ্টিয়ায় “জমি-জলা ব্যবস্থাপনা বিষয়ক জনসংলাপ” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন মুক্তির নারীর ক্ষমতায়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বাবর আলী। সংলাপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন শমসের আলী, ম্যানেজার প্রোগ্রাম পলিসি এ্যান্ড ক্যাম্পেইন,একশন এইড বাংলাদেশ ঢাকা . অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম,রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল হক, বাংলাদেশ কমিউনিষ্ট পাটির কুষ্টিয়ার সভাপতি রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুষ্টিয়া জেলার সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল,বাংলাদেশ আওয়ামী লীগের কুষ্টিয়া জেলার সাংগঠনিক
সম্পাদক ডা:আমিনুল হক রতন। উন্মুক্ত আলোচনা করেন দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের জমি - জলা ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা নিজাম উদ্দিন প্রধান,দৌলতপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল,মানবাধিকার সংরক্ষণ পরিষদ হরিপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক,কুমারখালী প্রেসক্লাবের সভাপতি বাবলু জোয়ার্দ্দার, কবি সুকদেব সাহা, নায়েব আলী, পিপাসা সংস্থার প্রধান নির্বাহী পরিচালক শ্যামল কুমার চৌধূরী। জমি- জলা ব্যবস্থাপনা বিষয়ক জনসংলাপ কিনোট উপস্থাপনা করেন জমি -জলা ব্যবস্থাপনা কমিটির জুলেখা খাতুন ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের জনসংগঠনের সহায়ক রাশিদা খাতুন। জনসংলাপটি পরিচালনা করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অডিনেটর জায়েদুল হক মতিন। সার্বিক সহযোগিতা করেন রকিবুল ইসলাম কর্ণেল.সুচনা পারভীন,কামরুন নাহার কেয়া, সালমা আক্তার ও শেফালী আক্তার .

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন