ষ্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমারখালীতে পিকনিকের বাস খাদে পড়ে তিন শিক্ষকসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মাছ-উদ রুমী সেতুর পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই যশোর বাঘারপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী।আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে শিক্ষক আব্দুর রহমান, আব্দুর রশিদ ও ফরিদ উদ্দিন ও শিক্ষার্থী গালিব, সোহান, লিওন, সাজ্জাদ , ওয়াহিদুজ্জামান, আসাদুল্লাহ, রাকিব হাসান, তানমুন হাসান এবং আজিজুর রহমানের নাম জানা গেছে।বাঘারপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওজিয়ার রহমান জানান, স্কুলের ৩৫ জন শিক্ষার্থী নিয়ে বাসযোগে শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে পিকনিকে যাচ্ছিলেন তারা। পথে মাসুদ রুমী সেতুর পূর্ব প্রান্তে কাজীর মোড় এলাকায় একটি নসিমনকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ৩ শিক্ষক ও ২০ শিক্ষার্থী আহত হয়।কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুজ্জামান মানিক বলেন, কয়েক ছাত্রের হাত ভেঙে গেছে। বাকিদের শরীরে কমবেশি আঘাত লেগেছে। একজনের অবস্থা বেশি খারাপ বলে জানান তিনি।
রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০১৪
মিরপুরে বিএনপি কর্মী সমাবেশ অনুষ্ঠিত
উপজেলা নির্বাচনে ১৯দলীয় জোট সমর্থিত প্রার্থীকে ভোট দিন
ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী
উপজেলা নির্বাচন পরবতী সহিংসতা
ভেড়ামারায় আওয়ামীলীগ’র দু’গ্র“পের সংঘর্ষ ॥ গুলি ও ককটেল বিস্ফোরন ॥ আহত-১০
মনির উদ্দিন মনির, ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী পরাজিত হওয়ার পর আওয়ামীলীগ’র দু’গ্র“পের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আওয়ামীলীগ’র যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফের চাচা উপজেলা আওয়ামীলীগ’র সিনিয়র সহ-সভাপতি হাজী আখতারুজ্জামান মিঠু (৫০) সহ আওয়ামীলীগ’র ১০ নেতাকর্মী গুরুত্বর আহত হয়। পরে মাহাবুব-উল-আলম হানিফের ভাগ্নে উপজেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি অতিকুজ্জামান বিটু’র নওদাপাড়াস্থ বাসভবনে অন্ততঃ ১০টি ককটেল বোমা বিস্ফোরন ঘটায় এবং ৬ রাউন্ড গুলি করে ব্যাপক ভাংচুর করে। গত শুক্রবার ভেড়ামারা শহরে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় ভেড়ামারা মডেল থানায় পৃথক পৃথক ৩ টি মামলা রেকর্ড করা হয়েছে। যার নং ১১, ১২ ও ১৩ তারিখ ঃ ২১/০২/২০১৪
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ’র সিনিয়র সহ-সভাপতি হাজী আখতারুজ্জামান মিঠু’র ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে, ১৯ ফেব্র“য়ারী ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাহিরচর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীীলীগ’র সভাপতি আবু বক্কর সিদ্দিক বিপুল ভোটে পরাজিত হলে ক্ষিপ্ত হয়ে উঠে। ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানীর ৪০০ কেভি ব্যাক টু ব্যাক সাব ষ্টেশনের প্রায় ৩০০ নির্মান শ্রমিক কে চাকুরীচ্যুত করার হুমকি দেয় আবু বক্কর সিদ্দিক এবং তার ক্যাডাররা। শ্রমিকদের বলা হয়, চাকুরী করতে হলে বক্কর চেয়ারম্যানের প্রত্যায়নপত্র লাগবে। নতুবা চাকরী কারো থাকবে না। তোরা উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে ভোট দিসনি। এ ঘোষনার ১ দিন পর শুক্রবার সকাল ৮টায় নির্মান শ্রমিকরা কাজে যোগ দিতে গেলে আবু বক্কর
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ’র সিনিয়র সহ-সভাপতি হাজী আখতারুজ্জামান মিঠু’র ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে, ১৯ ফেব্র“য়ারী ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাহিরচর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীীলীগ’র সভাপতি আবু বক্কর সিদ্দিক বিপুল ভোটে পরাজিত হলে ক্ষিপ্ত হয়ে উঠে। ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানীর ৪০০ কেভি ব্যাক টু ব্যাক সাব ষ্টেশনের প্রায় ৩০০ নির্মান শ্রমিক কে চাকুরীচ্যুত করার হুমকি দেয় আবু বক্কর সিদ্দিক এবং তার ক্যাডাররা। শ্রমিকদের বলা হয়, চাকুরী করতে হলে বক্কর চেয়ারম্যানের প্রত্যায়নপত্র লাগবে। নতুবা চাকরী কারো থাকবে না। তোরা উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে ভোট দিসনি। এ ঘোষনার ১ দিন পর শুক্রবার সকাল ৮টায় নির্মান শ্রমিকরা কাজে যোগ দিতে গেলে আবু বক্কর
দৌলতপুরে ২১ ফেব্র“য়ারীর অনুষ্ঠানে হামলা ॥ আহত ৩
আরিফুল ইসলাম, দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা মাধ্যমিক বিদ্যালয়ে ২১ শে ফেব্র“য়ারী মহান শহীদ দিবসের অনুষ্ঠানে এক ইউপি সদস্য ও তার লোকজন হামলা চালিয়েছে। এতে ঐ বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষক ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে এক শিক্ষকের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য সাহাজুল মেম্বার ও তার লোক জন ভাষা দিবসের অনুষ্ঠান চলা কালে মঞ্চে উপস্থিত ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও সহকারী শিক্ষক হাসানুজ্জামান (৩৫) মারপিট করতে থাকে। এ সময় বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও এলাকাবাসী ছুটে আসলে সাহাজুল মেম্বার ও তার লোক জন পালিয়ে যায়। আহতদের মধ্যে সহকারী শিক্ষক হাসানুজ্জামান কে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন জানান, ঐ ইউপি সদস্যের সাথে স্কুল কমিটির অর্থনৈতিক বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য সাহাজুল মেম্বার ও তার লোক জন ভাষা দিবসের অনুষ্ঠান চলা কালে মঞ্চে উপস্থিত ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও সহকারী শিক্ষক হাসানুজ্জামান (৩৫) মারপিট করতে থাকে। এ সময় বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও এলাকাবাসী ছুটে আসলে সাহাজুল মেম্বার ও তার লোক জন পালিয়ে যায়। আহতদের মধ্যে সহকারী শিক্ষক হাসানুজ্জামান কে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন জানান, ঐ ইউপি সদস্যের সাথে স্কুল কমিটির অর্থনৈতিক বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন।
তরুণ আইনজীবী ও সাংবাদিক সিরাজ প্রামাণিকের দশম আইনবিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুষ্টিয়ায় হামদর্দ’র ফ্রি মেডিকেল ক্যাম্প

াল ক্যাম্পে সেবা নিতে আসা ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষুধ সরবরাহ করা হয়। এ সময় হামদর্দের এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, কুষ্টিয়া ব্রাঞ্চ ম্যানেজার মনোয়ার হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন।
খোকসায় আশা এনজিও’র শিক্ষা সেবিকাদের ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা

খোকসায় আশা এনজিও’র শিক্ষা সেবিকাদের ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা
খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় আশা এনজিও’র উদ্যোগে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ত্বরানিত করতে শিক্ষা সেবিকাদের নিয়ে ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সকালে এনজিওটির কমলাপুর ব্রাঞ্চ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র কুষ্টিয়া জেলা ম্যানেজার আব্দুল্লাহ-আল-হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র কুমারখালী অঞ্চলের রিজিউনাল ম্যানেজার এস. এম. গোলাম আহমাদ। প্রশিক্ষণটি পরিচালনা করেন খোকসা ইউআরসি মাহমুদুল হক।উল্লেখ্য আশা কুষ্টিয়া জেলায় ৬০ টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রায় ১৮০০ জন গরীব ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা প্রদর্শন করে আসছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)