রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০১৪

কুমারখালীতে পিকনিকের বাস খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত

ষ্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার কুমারখালীতে পিকনিকের বাস খাদে পড়ে তিন শিক্ষকসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মাছ-উদ রুমী সেতুর পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই যশোর বাঘারপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী।আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে শিক্ষক আব্দুর রহমান, আব্দুর রশিদ ও ফরিদ উদ্দিন ও শিক্ষার্থী গালিব, সোহান, লিওন, সাজ্জাদ , ওয়াহিদুজ্জামান, আসাদুল্লাহ, রাকিব হাসান, তানমুন হাসান এবং আজিজুর রহমানের নাম জানা গেছে।বাঘারপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওজিয়ার রহমান জানান, স্কুলের ৩৫ জন শিক্ষার্থী নিয়ে বাসযোগে শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে পিকনিকে যাচ্ছিলেন তারা। পথে মাসুদ রুমী সেতুর পূর্ব প্রান্তে কাজীর মোড় এলাকায় একটি নসিমনকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ৩ শিক্ষক ও ২০ শিক্ষার্থী আহত হয়।কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুজ্জামান মানিক বলেন, কয়েক ছাত্রের হাত ভেঙে গেছে। বাকিদের শরীরে কমবেশি আঘাত লেগেছে। একজনের অবস্থা বেশি খারাপ বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন