রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০১৪

কুমারখালী বাগুলাট ও শিলাইদহ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী আনছার প্রামাণিকের পক্ষে গণসংযোগ ও পথসভা

আওয়ামীলীগ হামলা মিথ্যা মামলা নির্যাতন করে উপজেলা নির্বাচনে ১৯ দলীয় প্রার্থীদের বিজয় ছিনিয়ে নিতে চায়

--------- সৈয়দ মেহেদী আহমেদ রুমী

আব্দুম মুনিব : কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী কুমারখালী পৌর সভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামানিকের মোটর সাইকেল প্রতিকের পক্ষে উপজেলার বাগুলাট ও শিলাইদহ ইউপিতে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বাগুলাট ইউনিয়নের বাশগ্রাম, খালবাজার, বাগুলাচ ইউনিয়ন পরিষদ মাঠ, মধুপুর,নাতুরিয়া,নিতাইসহ এবং শনিবার দিনব্যাপী শিলাইদহের, মির্জাপুর, কুমরকান্দি, কল্যানপুর, বেলঘরিয়া, মাছগ্রাম, জাহেদপুর, খলসেদা বাজার, নাইতি ভবানিপুর, ঠেলঠেলা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাগুলাট ও শিলাইদহের এসব গণসংযোগ ও পথসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী প্রধান অতিথি বক্ত্যবে বলেন, আওয়ামীলীগ হামলা মিথ্যা মামলা নির্যাতন করে উপজেলা নির্বাচনে ১৯ দলীয় প্রার্থীদের বিজয় ছিনিয়ে নিতে চায়। কিন্তু ইতিহাসে অন্যায়-নির্যাতন চিরদিন পরাজিত হয়েছে। নির্যাতন করে এই সরকারও বেশি দিন টিকে থাকতে পারবে না। দেশের সব মানুষ ৫ জানুয়ারির নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। আবার উপজেলা নির্বাচনে শত হামলা নির্যাতন উপক্ষো করে দেশের অধিকাংশ স্থানে জনগন ভোট দিয়ে ১৯ দল সমর্থিত প্রার্থ দের জয়যুক্ত করেছে।তিনি বলেন, সরকার দেশব্যাপী গুম ও হত্যার পাশাপাশি মানুষের ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকতে বিরোধীদলের নেতাকর্মীদের ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করছে । তিনি ১৮ দলীয় জোটের নেতা কর্মীদের নিজ নিজ এলাকায় সজাগ থেকে এ নৈরাজ্য প্রতিরোধের আহবান জানান। তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনে আঃলীগ প্রার্থীরা ১৯ দলের নেতাকর্মদের উপর হামলা মামলা করছে। তিনি বলেন, নির্যাতন যত বাড়বে আন্দোলন তত বেগবান হবে । তিনি আরো বলেন, সংসদ নির্বাচনে ১৯ দল নির্বাচন বর্জন করেছিলো কিন্তুু আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় নির্বাচনে পূর্বের মত এবারো বিএনপিসহ ১৯ দল অংশ নিয়েছে। তাই আগামী ২৭ ফেব্রুয়ারী কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিকের মোটর সাইকেল মার্কায় বিপুল ভোটে জয়ী করার জন্য নেতাকর্মীদের ঘরে ঘরে ভোট চাওয়ার আহবান জানান।বাগুলাটের পথসভা আরো বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম আনছার প্রামানিক। বাগুলাটের পথসভা গুলিতে সভাপতিত্ব করেন বাগুলাট ইউপি বিএনপির সভাপতি গোলাম সরোয়ার মাষ্টার। এসময় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি এ্যাড.গোলাম মহম্মদ, সাধারণ সম্পাদক এ্যাড. কুতুবল আলম নতুন, বাগুলাট ইউপি চেয়ারম্যান মাওলানা সামসুদ্দিন আহমেদ, কুমারখালী ভাইস চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সামসুজ্জাহিদ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, সদকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, থানা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রিপন, জেলা কৃষকদল নেতা মোকারম হোসেন মোকা, বাগুলাট ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহীন, বিএনপি নেতা প্রফেসর তোফাজ্জেল হোসেন, শামীম, ওসমান, খন্দকার শাহিনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও ১৯ দলীয় জোটের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। শিলাইদহের পথসভা আরো বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম আনছার প্রামানিক। শিলাইদহের পথসভা গুলিতে সভাপতিত্ব করেন শিলাইদহ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আতিকুজ্জামান আলমগীর। এসময় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি এ্যাড.গোলাম মহম্মদ, সাধারণ সম্পাদক এ্যাড. কুতুবল আলম নতুন, সহসভাপতি এ্যাড. আব্দুল ওয়াদুদ মিয়া, প্রচার সম্পাদক রঞ্জুরুল ইসলাম রঞ্জু, কুমারখালী ভাইস চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, সদকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, থানা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রিপন, শিলাইদ ইউপি বিএনপি যুগ্ম সম্পাদক মোকাদ্দেস হোসেন মোকা, শিলাইদ ইউপি বিএনপি নেতা সেলিম, যুব নেতা মোতালেব সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও ১৯ দলীয় জোটের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন