রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০১৪

বিলুপ্তপ্রায় প্রজাতির পাখির ছবি তুলে পুরস্কৃত হলেন কিরণ খান!!

স্টাফ রিপোর্টার : পাখপাখালি দেশের রতœ আসুন করি সবাই যতœ, এই শ্লোাগান সামনে রেখে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী পাখি মেলা। নানা আয়োজন আর পাখি প্রেমিকদের পদচারণায় মুখর ছিল মেলাঙ্গন। গত ৭ ফেব্র“য়ারি শুক্রবার জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রাণীবিদ্যা বিভাগ আয়োজিত পাখিমেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মতিন। এই পাখি মেলায় এবারই প্রথমবার দুর্লভ এবং বিলুপ্তপ্রায় পাখিদের ছবি তোলার কৃতিত্ব হিসাবে পুরস্কৃত করা হয়। “বিগ বার্ড অব দ্যা ইয়ার”-২০১৪ প্রতিযোগীতায় কিরণ খান বিলুপ্তপ্রায় প্রজাতির কালো বুকদামা (ব্লাক থ্রোটেড থ্রাশ) পাখির ছবি তোলার জন্য তৃতীয় স্থান অধিকার করেন। কিরণ খান এই ছবিটি তুলেছেন কুষ্টিয়া থেকে। কিরণ খানই প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল থেকে এই পাখির ছবি তুলেছেন। পুরস্কার বিতরণীর এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক। অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। মেলার আহবায়ক অধ্যাপক মোঃ মোস্তফা ফিরোজ প্রমুখ। দিনব্যাপী এই মেলার আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ এবং সহযোগি হিসাবে ছিল এস আর সি ডব্লিউ পি, বন বিভাগ, ওয়াইল্ড রেসকিউ সেন্টার, আরণ্যক ফাউন্ডেশন, আই ইউ সি এন এবং বাংলাদেশ বার্ড ক্লাব। উল্লেখ্য কিরণ খান কুষ্টিয়া শহরের থানাপাড়ার বাসিন্দা। তিনি ছোট বেলা থেকেই বন্যপ্রাণী এবং পাখিদের ছবি তুলছেন এবং তাদের সংরক্ষণের জন্য কাজ করে আসছেন। এই কাজের স্বিকৃতি স্বরূপ তিনি ইতিমধ্যে বেশ কয়েকবার পুরস্কৃত হয়েছেন। ইতিমধ্যে তিনি কুষ্টিয়াতে তার তোলা ছবি দিয়ে তিনটি একক প্রদর্শনী করেছেন। এর বাইরে দেশে এবং বিদেশে তার ছবির নিয়মিত প্রদর্শনী হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন