রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০১৪

আজ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টার : আজ অনুষ্ঠিত হবে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্য্যনির্বাহী পরিষদের ২০১৪-২০১৫ বর্ষের সাধারণ নির্বাচন। নির্বাচন কমিশন ইতোমধ্যেই ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ৪২৯ জন ভোটার তাদের ভোট দিয়ে পছন্দের প্রার্থীদের জয়যুক্ত করবেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এ্যাড.আ.স.ম.আক্তারুজ্জামান মাসুম, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এ্যাড.আকতারুজ্জামান ও এ্যাড.আমিরুল ইসলাম। নির্বাচন কমিশন সুত্র জানা গেছে জেলা আইনজীবী ভবনের নীচতলায় রবিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৩টা পর্যমত্ম। এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এবারের নির্বাচনে শেষ পর্যমত্ম কোন প্যানেল ঘোষনা ছাড়াই আইনজীবীগণ স্বতঃস্ফুর্তভাবে সভাপতি ও সম্পাদক পদ সহ বিভিন্ন পদে প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতার জন্য মাঠে নেমেছেন। নির্বাচন কমিশনের পাওয়া তথ্যানুসারে এবারের নির্বাচনে সভাপতি ১টি পদের ৩জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন,এরা হলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাবেক সভাপতি, সিনিয়র আইনজীবী কুষ্টিয়া ল কলেজের অধ্যক্ষ এ্যাড.আমিরুল ইসলাম। বর্তমান সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাড.সিরাজ-উল-ইসলাম এবং কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এ্যাড.সৈয়দ আশরাফুল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি ১টি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন- সিনিয়র আইনজীবী এ্যাড.আব্দুল জলিল, এ্যাড.আব্দুল মান্নাফ, ও এ্যাড.মতিয়ার রহমান-১। সহ-সভাপতি ১টি পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন-এ্যাড.এমদাদুল হক তারা ও আব্দুল খালেক-১। সাধারণ সম্পাদক ১টি পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন- কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী এ্যাড.নুরুল ইসলাম দুলাল ও কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এ্যাড.মীর ছানোয়ার হোসেন। প্রার্থীরা এখনো কোন প্যানেলে বিভক্ত না হয়েই ভোট প্রার্থনার জন্য ইতোমধ্যেই ক্যাম্পিং শুরু করেছেন। এসব পদের প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকেই ভোট চাইছেন ভোটারদের নিকট। যুগ্ম সম্পাদক ১টি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন- এ্যাড.নিজাম উদ্দিন, এ্যাড.এস এম মনোয়ার হোসেন মুকুল ও এ্যাড.সাজ্জাদ হোসেন সেনা। লাইব্রেরী সম্পাদক ১টি পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন- এ্যাড.শহিদুল ইসলাম(২) ও এ্যাড.মিয়া নাজির আহমেদ। কোষাধ্যক্ষ ১টি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন- এ্যাড.তাপশ কুমার কুন্ডু, এ্যাড. মাহমুদুল হক চঞ্চল ও এ্যাড.এ,কে,এম ওয়াজেদুল ইসলাম খান (চাঁদ)। সাংস্কৃতিক সম্পাদক ১টি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন- এ্যাড. আলতাফ হোসেন, এ্যাড.খন্দকার আবু শাহী মোঃ ইলিয়াস, এ্যাড.মোছাঃ সুলতানা বেগম মমো ও এ্যাড.মফিল উদ্দিন মন্ডল(মাফি)। দপ্তর সম্পাদক ১টি পদে বিপরীতে ২জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন- এ্যাড.এস এম শাতিল মাহমুদ ও এ্যাড.আসলাম পারভেজ। সিনিয়র সদস্য ৪টি পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এরা হলেন- এ্যাড.মনজুর হোসেন, এ্যাড.আব্দুর রশিদ-২, এ্যাড.তানজিলুর রহমান এনাম, এ্যাড.কাজী সাইফুদ্দিন বাপ্পি, এ্যাড.আয়েশা সিদ্দিকা ও এ্যাড.আবু আজম। জুনিয়র সদস্য ৪টি পদে প্রতিদ্বন্দীতা করছেন ৮জন প্রার্থী। এরা হলেন-এ্যাড.আকলিমা পারভীন, এ্যাড.আবুল হাসনাত মিন্টু, এ্যাড.আব্দুল¬াহ আল মামুন(মোহন), এ্যাড.আব্দুর রউফ, এ্যাড.তোজাম্মেল হক, এ্যাড.নুরুল ইসলাম নুরুল, এ্যাড.রোকনুজ্জামান ও এ্যাড.ইমরান হোসেন দোলন।এবারের নির্বাচনে কারা আসছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে সে দিকে চেয়ে আছেন কুষ্টিয়া বারের সকল আইনজীবীসহ জেলাবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন