রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০১৪

কুষ্টিয়াতে শুরু হয়েছে টাটা গাড়ির বিশাল মেলা ক্রেতাদের ব্যাপক সাড়া

স্টাফ রিপোর্টার : নিটল মটরস্ লিঃ ও এম বি ট্রেডার্স এর যৌথ উদ্যোগে গতকাল থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী টাটা গাড়ীর বিশাল মেলা। সকাল ১১টায় কুষ্টিয়া ষ্টেডিয়ামের সামনে এ মেলার উদ্বোধন করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আবদুল মাতলুব আহ্মাদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদ গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া ট্রাক মালিক গ্রুপের সভাপতি আব্দুর রশিদ। কুষ্টিয়া জেলা বাস মিনি বাস মালিক গ্রুপের সহসভাপতি আতাহার আলী, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মকবুল হোসেন লাবলু,জেলা ট্রাক ও ট্যাংকলরী সমিতির সভাপতি আব্দুল মান্নান,কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসানুজ্জামান শরন প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাটার কান্ট্রি ম্যানেজার মুকুল মুনেশ,প্রোডাকশন ম্যানেজার মিঃ কার্তিক,টাটার হেড অব সেলস মোশতাক আহমেদ,এইচআরডি বিগ্রেডিয়ার (অবঃ) আনোয়ার হোসেন ও উপদেষ্টা ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাটা কুষ্টিয়ার পরিবেশক ও এমবি ট্রেডার্সের স্বত্বাধিকারী এস,এম রেজাউল ইসলাম বাবলু।গতকাল বেলা ১১টার দিকে নিটল-টাটা গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমেদ হেলিকপ্টার যোগে কুষ্টিয়া ষ্টেডিয়ামস্থ মেলার মাঠে পৌছলে সেখানে কুষ্টিয়ার পরিবেশক এসএম রেজাউল ইসলাম বাবলু স্ব-পরিবারে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর পর শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাতলুব আহমেদ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কুষ্টিয়া লালন একাডেমীর শিল্পীরা লালন সংগীত পরিবেশন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মাতলুব আহমেদ বলেন,কুষ্টিয়া দেশের অন্যতম একটি অর্থনৈতিক ক্ষেত্র। এজেলা কৃষি ও শিল্পে অনেক এগিয়ে। এখানাকার মানুষেরা খুবই ভাল এবং আন্তরিক। তিনি বলেন, দেশের বড় একটি সেক্টর পরিবহন। সেই সেক্টরে কুষ্টিয়ার ব্যবসায়ীরা অনেক এগিয়ে যাওয়ায় আমি তাদের ধন্যবাদ জানায়। তিনি বলেন, টাটা কোম্পানী বাংলাদেশের পরিবহন সেক্টরকে সমৃদ্ধ করেছে। টাটার মান সম্পর্কে ব্যবসায়ীদের আর বলতে হয়না। তিনি আরো বলেন, আপনারা অনেক ভাগ্যবান। আপনাদের সান্নিধ্যে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি চাই টাটা কোম্পানী কুষ্টিয়ার ব্যবসায়ীদের মাঝে আরো সাড়া জাগাতে পারে সেজন্য আপনাদের আমি বিশেষ সুবিধা দিয়ে যাচ্ছি যাতে করে আপনারা লাভবান হন। তিনি বলেন, টাটার নতুন মডেল টাটা-এসিইইএক্স ও টাটা এক্সনোন পিকআপ সকল মহলে আরো সাড়া জাগাতে পারবে বলে আশা রাখি। পরে তিনি স্থানীয় পরিবহন মালিকদের সাথে মত বিনিময় করেন এবং মেলা থেকে যারা টাটার মিভিন্ন মডেলের ইঞ্জিন ক্রয় করেন তাদের বিশেষ সুবিধাদি দেন। মেলায় নগদ লাখ টাকার উপরে যারা বুকিং দেন তাদের প্রত্যেককে একটি করে নিটল-নিলয় গ্রুপের তৈরিকৃত একটি করে এলইডি টেলিভিশন উপহার হিসেবে প্রদান করা হয়। এছাড়া র‌্যাপেল ড্র‘র পুরস্কার হিসেবে এলইডি টিবি প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন