রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০১৪

মিরপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

নির্বাচন নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে

-সৈয়দ বেলাল হোসেন

রাশিদুজ্জামান রাশেদ, মিরপুর ॥ মিরপুরে আসন্ন ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ গতকাল শনিবার দিনব্যাপী স্থানীয় মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে নির্বাচনী কাজে নিয়োজিত কোন ব্যক্তি দায়িত্বে অবহেলা ও অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মদ, জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল-ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা, ওসি শহিদুল ইসলাম শাহীন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার বজলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার প্রামানিক, সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্দ্দার মোহম্মদ আবু সালেক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ, দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সামিউল আলম, ভেড়ামারা উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন, কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসার, খোকসা উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন