রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০১৪

দৌলতপুরে ২১ ফেব্র“য়ারীর অনুষ্ঠানে হামলা ॥ আহত ৩

আরিফুল ইসলাম, দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা মাধ্যমিক বিদ্যালয়ে ২১ শে ফেব্র“য়ারী মহান শহীদ দিবসের অনুষ্ঠানে এক ইউপি সদস্য ও তার লোকজন হামলা চালিয়েছে। এতে ঐ বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষক ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে এক শিক্ষকের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য সাহাজুল মেম্বার ও তার লোক জন ভাষা দিবসের অনুষ্ঠান চলা কালে মঞ্চে উপস্থিত ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও সহকারী শিক্ষক হাসানুজ্জামান (৩৫) মারপিট করতে থাকে। এ সময় বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও এলাকাবাসী ছুটে আসলে সাহাজুল মেম্বার ও তার লোক জন পালিয়ে যায়। আহতদের মধ্যে সহকারী শিক্ষক হাসানুজ্জামান কে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন জানান, ঐ ইউপি সদস্যের সাথে স্কুল কমিটির অর্থনৈতিক বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন