রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০১৪

কুমারখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলী

শরীফুল ইসলাম,কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন শুক্রবার মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর ১২টা ১মিনিটে বীর ভাষা সৈনিকদের স্বরণে উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানান । উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার ,এসিল্যান্ড মোঃ জাহাঙ্গীর আলম,আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দীন,থানা অফিসার ইনচার্জ শেখ মোঃ লুৎফর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা বৃন্দ । এছাড়া রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, থানা বিএনপির সভাপতি এ্যাডঃ গোলাম মহম্মদ,সহ সভাপতি এ্যাডঃ আব্দুল ওয়াদুদ , সাধারণ সম্পাদক এ্যাডঃ কুতুবুল আলম নতুন ,পৌর বিএনপির সভাপতি কে আলম টমে,সাধারণ সম্পাদক আব্দুর রশীদ লিটন,থানা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রিপণ,জাসাস ফারুক হোসেন রানা, পৌর স্বেচছা সেবক দলের সভাপতি আব্দুর রফিক সহসভাপতি রওশন আলী ,সাঃ সম্পাদক রাসেল আহমেদ রজন ,কৃষক দলের আকরাম হোসেন আরজু , থানা ছাএদলের জাকারিয়া মিলন, আতিকুর রহমান সবুজ ,পৌর ছাএদলের শাকিল আহমেদ তিয়াস ,মাহাবুব আলম উত্তম.ডিগী কলেজ শাখা ছাএদলের সালাউদ্দীন আহমেদ নিরাশ , মৎস্য জীবি দলের ঝন্টু বিঃ ছাড়াও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী , দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেছুর রহমান মুরাদ ,ম্যানেজিং কমিটির সভাপতি দীন মহম্মদ মন্টু, সদস্য ইসলাম সহ শিক্ষাথীবৃর্ন্দ, কুমারখালীর ইতিহাস ঐতিহ্য সংরক্ষক আহবায়ক সাহিত্যিক প্রভাষক লিটন আব্বাস, সাংবাদিক সংগঠন কুমারখালী রিপোর্টার্স ্ইউনিটি, সহ রাজনৈতিক , সামাজিক ,সাং¯কৃতিক এবং বিভিন্ন সংগঠন শহীদদের স্বরণ করতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী জানান এবং শিশুদের চিএাংকন , আলোচনা , সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন