বৃহস্পতিবার, ডিসেম্বর ০৪, ২০১৪

“বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ এ মেয়েদের বিয়ের বয়স নূন্যতম ১৮ বহাল রাখার”দাবীতে মানববন্ধন

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নারীসমাজ, পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটি, নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, মানবাধিকার নাট্য পরিষদ, কুষ্টিয়া মানবাধিকার ফোরামের যৌথ উদ্যেগে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ এ মেয়েদের বিয়ের বয়স নূন্যতম ১৮ বহাল রাখার দাবীতে সারা বাংলাদেশে মানববন্ধন একই সময় অনুষ্ঠিত হয়,তারই প্রেক্ষিতে বিকাল ৩ টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তির নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। আলোচনা সভায় বক্তব্য রাখেন মানবাধিকার সংরক্ষণ পরিষদের সহ সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,মানবাধিকার নারীসমাজের সহ সভাপতি নার্গিস রহমান,কুষ্টিয়া মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের সাধারন সম্পাদক এম এ কাইয়ুম, নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের নির্বাহী সদস্য ও সাংবাদিক ইব্রাহিম খলিল,মুক্তির প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনা সভাটি পরিচালনা করেন মমিনুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার, নিকুশিমাজ ও মুক্তির প্রোগ্রাম সুপারভাইজার তারক নাথ কুন্ডু। সার্বিক সহযোগিতা করেন রেফাউল ইসলাম,মুস্তাফিজুর রহমান সোহেল,তাপিকুল ইসলাম। মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বলেন বাল্যবিবাহ

বালিয়াকান্দিতে জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা জাকের পার্টির উদ্দ্যোগে মঙ্গলবার বাদ আছর থেকে আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আকমল হোসেন মাষ্টারের সভাপতিত্বে সাধারন সম্পাদক ডাঃ মীর রফিকুল আলম রাফুর পরিচালনায় জলসায় প্রধান বক্তা ছিলেন, মুফতী আবু জাফর মুহাম্মদ সালেহ বিন হেলালী। দ্বিতীয় বক্তা মাওলানা রইচ উদ্দিন মনির। অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী কাঞ্চন, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মিয়া, সাংগঠনিক

বালিয়াকান্দিতে আমেনা নূরানী মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানী বাজার আমেনা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালে সাওয়াব মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে। আমেনা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মাহফিলে মাওঃ মোঃ নূরুল হকের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের জাতীয় মোদাচ্ছের কমিটির সদস্য মাওঃ কে, এম শরীফুল ইসলাম হেলালী,বিশেষ মেহমান  বালিয়াকান্দি থানা জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হযরত মাওঃলানা ওয়ালি উল্লাহ ,পাবনার হযরত মাওঃ মোঃ মোস্তফা কামাল,

বুধবার, ডিসেম্বর ০৩, ২০১৪

প্রেম লীলায় পরিণত হয়েছে কুষ্টিয়ার জিয়া শিশু পার্ক

আশরাফুল ইসলাম : কুষ্টিয়ার সাদ্দাম বাজার মোড় সংলগ্ন হাসপাতাল রোডেই জিয়াউর রহমান শিশু পার্কের অবস্থান। এ পার্ক টি  সর্ব প্রথম কুষ্টিয়া শহরে  শিশু-কিশোরদের আনন্দ-বিনোদনের জন্য প্রতিষ্ঠিত হয়। পৌর কর্তৃপক্ষ পার্কের সৌন্দর্য বৃদ্ধিতে পরিচ্ছন্নতাসহ নানা ধরনের দৃষ্টি নন্দন ভাষ্কর্য স্থাপন করেছেন। এ সব ভাষ্কর্য সংস্কার না হওয়ায় বর্তমানে একেবাইে বেহাল দশা। শিশুদের মেধা বিকাশের কথা চিন্তা করে জিয়াউর রহমান শিশু পার্ক টি প্রতিষ্ঠা ও উদ্বোধন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মরহুম শাহ আজিজুর রহমান। পার্কটি প্রতিষ্ঠার পর থেকে কিছুটা সংস্কার হলেও বর্তমানে রহস্য জনক কারনে নজর নেই পৌর কর্তৃপক্ষের। তবে পার্কের মধ্যে অবস্থিত সুইমিং পুলটি বাচ্চাদের সাঁতার শেখার কাজে ব্যবহার হচ্ছে।
প্রশাসনের নজরদারি না থাকায় এখন প্রেম লীলায় পরিণত হয়েছে কুষ্টিয়া জিয়া শিশু পার্ক। শিশু কিশোর ও  অভিভাবকদের সামনে প্রেমিক-প্রেমিকাদের অশ্লীল দৃশ্য হরহামেশাই চোখে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে। সরেজমিনে দেখা যায়, শিশুদের আনন্দময় জীবনের সুযোগ করে দিতে কুষ্টিয়া জেলা, উপজেলা থেকে অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে শিশু পার্কে আসে। তবে বর্তমানে শিশু পার্কে অভিভাবকরা বাচ্চাসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে শিশু পার্কটিতে আসতে লজ্জা বোধ করছেন। বিভিন্ন স্থান থেকে আসা প্রেমিক-প্রেমিকা জুটি পার্কে এসে বাচ্চাদের বসার স্থান দখল করে সকলের সামনে লজ্জার মাথা খেয়ে অশ্লীল ভাবে বসে থাকে । যা দেখে অভিভাবকরা মাথা নিচু করে পার্ক থেকে বের হতে বাধ্য হয়। গতকাল এক গৃহিনী জুয়েল নামক বাচ্চাকে সাথে নিয়ে শিশু পার্কে যেয়ে বিব্রত অবস্থায় পরে। তিনি এ সকল অশ্লীল কাজ দেখে সাথে সাথে বের হয়ে যান। তখন তিনি কেন বের

কুমারখালীতে ইঞ্জিনিয়ার লিটনে’র পিতার মৃত্যুতে মেহেদী রুমী’র শোক

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ইঞ্জিনিয়ার লিটন বিশ্বাস’র পিতা আব্দুল হামিদ মাষ্টার (৭৭) ১লা ডিসেম্বর সোমবার দিবাগত রাত অনুমান সোয়া ৯ টায় দূর্গাপুর নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না..... .....রাজিউন)। গতকাল বাদ জোহর কুমারখালী বাসষ্ট্যান্ড পশ্চিমাদুর
ে মরহুমের বাস ভবন সংলগ্ন হামিদ মার্কেট আঙিনায় নামাজের জানাযা শেষে দূর্গাপুর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। আব্দুল হামিদ মাষ্টারের মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী নামাজের জানাাযায় অংশ গ্রহন করে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। মরহুমের নামাজের জানাযায় কুমারখালী পৌরসভার মেয়র ও থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুজ্জামান অরুন, সাবেক মেয়র ও বিএনপি নেতা আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিক, থানা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ কুতুবুল আলম নুতন, কুমারখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফজাল হোসাইন, কুষ্টিয়া জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মেজবার রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, কুমারখালী পৌর বিএনপির সভাপতি কে এম আলম টমে, সাধারন সম্পাদক আব্দুর রশিদ লিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সদকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান প্রমূখ বিশিষ্ট জন সহ রাজনৈতিক সংগঠন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আ’লীগ ও বিভিন্ন পেশাজীবি সংগঠন

ধর্মঘট প্রত্যাহারে হল ছেড়েছে ইবির শিক্ষার্থীরা

আব্দুম মুনিব : ধর্মঘট প্রত্যাহারের পর কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার সকাল থেকে অবশেষে হল ছাড়তে শুরু করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বাসচাপায় ছাত্র নিহতের জেরে সংঘটিত সহিংসতার ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিšু‘ সেই ঘটনায় অনিদিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া ও ঝিনাইদহ পরিবহন সংগঠনগুলো। আর এতে করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে পরে। এর আগে রবিবার দুপুর ১২টার দিকে ইবির প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাসের চাপায় টিটু নামের এক ছাত্র নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের পরিবহনসহ ৪০টি গাড়িতে আগুন এবং প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ হয়। পরিস্থিতি মোকাবিলায় ওইদিন বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি জরুরি সভা করে বিশ্বিবিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এ ছাড়া রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং সোমবার বেলা ১১টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নিদেশ দেন। কিন্তু সোমবার কুষ্টিয়া ও ঝিনাইদহ পরিবহন মালিক সমিতির অবরোধের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে হল প্রভোস্টের জরুরি সভায় হল ছাড়ার সময় বাড়ানো হয়। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কুষ্টিয়া ও ঝিনাইদহ পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে।

দৌলতপুরে সেফটি ট্যাংক থেকে কিশোরের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুরে সেফটি ট্যাংক থেকে কিশোর উজ্বল (১৪) নামে এক স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া হৃদয়পুর গ্রামের হবিবর রহমান মেম্বরের বাড়ির পায়খানার সেফটি ট্যাংক থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত উজ্বল একই ইউনিয়নের গাছিরদাইড় গ্রামের মুকুল হোসেনের ছেলে। সে ছাতাপাড়া হাইস্কুলের ৯ম শ্রেনীর ছাত্র।  পুলিশ ও এলাকাবাসী জানায়, এক সপ্তাহ আগে স্কুল ছাত্র উজ্বল নিখোঁজ হয়। মঙ্গলবার সন্ধ্যায় ওই সেফটি ট্যাংক থেকে দূর্গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই সেফটি ট্যাংক থেকে নিহত স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে দূর্বত্তরা ওই স্কুল ছাত্রকে অপহরনের পর হত্যা শেষে লাশ সেফটি ট্যাংকে ফেলে দেয়। হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান,