বৃহস্পতিবার, ডিসেম্বর ০৪, ২০১৪

“বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ এ মেয়েদের বিয়ের বয়স নূন্যতম ১৮ বহাল রাখার”দাবীতে মানববন্ধন

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নারীসমাজ, পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটি, নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, মানবাধিকার নাট্য পরিষদ, কুষ্টিয়া মানবাধিকার ফোরামের যৌথ উদ্যেগে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ এ মেয়েদের বিয়ের বয়স নূন্যতম ১৮ বহাল রাখার দাবীতে সারা বাংলাদেশে মানববন্ধন একই সময় অনুষ্ঠিত হয়,তারই প্রেক্ষিতে বিকাল ৩ টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তির নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। আলোচনা সভায় বক্তব্য রাখেন মানবাধিকার সংরক্ষণ পরিষদের সহ সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,মানবাধিকার নারীসমাজের সহ সভাপতি নার্গিস রহমান,কুষ্টিয়া মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের সাধারন সম্পাদক এম এ কাইয়ুম, নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের নির্বাহী সদস্য ও সাংবাদিক ইব্রাহিম খলিল,মুক্তির প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনা সভাটি পরিচালনা করেন মমিনুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার, নিকুশিমাজ ও মুক্তির প্রোগ্রাম সুপারভাইজার তারক নাথ কুন্ডু। সার্বিক সহযোগিতা করেন রেফাউল ইসলাম,মুস্তাফিজুর রহমান সোহেল,তাপিকুল ইসলাম। মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বলেন বাল্যবিবাহ
নিরোধ আইনে ১৮ বছর মেয়েদের বিয়ের বয়স ধার্য্য অবস্থায় চৌদ্দ পনের বছরের মেয়েকে বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধন নিয়ে বিয়ে দেয়া হয়। এরপর যদি সেই বয়স ১৮ বছর থেকে কমিয়ে আনা হয়, তা হলে প্রাথমিক বিদ্যালয় শেষ না হতেই মেয়েদেরকে বিয়ে দেয়া শুরু হয়ে যাবে। বাল্যবিবাহ প্রতিরোধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। নারীর প্রতি নির্যাতনের মাত্র আরো বেশি বেড়ে যাবে। আমরা আশাকরি সকল দিক দিয়ে বিবেচনা করে মেয়েদের বিয়ের বয়স নূন্যতম ১৮ রাখা হোক। আমরা সরকার এবং আইন প্রণেতাদের কাছে দাবী রাখছি তারা যেন এই বয়সটা না কমিয়ে নূন্যতম ১৮ রেখে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪ অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন