বৃহস্পতিবার, ডিসেম্বর ০৪, ২০১৪

কুষ্টিয়ায় ভুয়া কসমেটিকস ফ্যাক্টরী আবিষ্কার ৪০ হাজার টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় ভুয়া কসমেটিকস ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বুধবার দুপুরে কুষ্টিয়া শহরতলীর পশ্চিম মজমপুর এলাকায় অভিযান চালিয়ে আবুল কাশেমের বাড়ীতে গড়ে ওঠা এস এ কেমিক্যাল কোম্পানী নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় তারা দেখতে পায় বাড়ীতে বসবাসযোগ্য আবাসিক এলাকায় গড়ে ওঠা কারখানায় তৈরী হচ্ছে বিদেশী বিভিণœ ধরনের পারফিউম। এছাড়াও সেখানে বিএসটিআই এর অনুমোদন নিয়ে শুধুমাত্র স্ক্রীন ক্রীম তৈরীর লাইসেন্স থাকলেও সেখানে বিদেশী বিভিন্ন ব্যান্ডের পারফিউম, আফটার সেভিং ক্রীম, লোশন, গ্লিসারিন, ফোম শেভিং, আগরবাতিসহ এসব তৈরীর কাঁচামাল কয়েক হাজার মোড়ক, প্লাষ্টিক কভার ও কাঁচের পাত্র উদ্ধার করে। কুষ্টিয়া জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন সেন্টু, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল গফুরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহমেদ জানান, শহরের পশ্চিটম মজমপুরে অভিযান চালিয়ে একটি কেমিক্যাল কোম্পানীর একটি অনুমোদন নেওয়া পণ্য উৎপাদন করার কথা বলে বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রী তৈরী ও বাজারজাত করণ করার দায়ে মেয়াদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারায় আবুল কাশেম এর নিকট থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন