বৃহস্পতিবার, ডিসেম্বর ০৪, ২০১৪

ফলো আপ : দৌলতপুরে সেফটি ট্যাংক থেকে কিশোরের লাশ উদ্ধার কারণ জানা যায়নি

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সেফটি ট্যাংক থেকে  উজ্বল নামে এক স্কুল ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া হৃদয়পুর গ্রামের হবিবর রহমান মেম্বরের বাড়ির পায়খানার সেফটি ট্যাংকি থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয় কিন্তু কোন কারণে তাকে হত্যা করা হয়েছে তা সঠিক জানা যায়নি। নিহত উজ্বল একই ইউনিয়নের গাছিরদাইড় গ্রামের মুকুল হোসেনের ছেলে, সে ছাতাপাড়া হাইস্কুলের ৯ম শ্রেনীর ছাত্র বলে জানা গেলেও তার বয়স ২০/২২ বছর। পুলিশ ও এলাকাবাসী জানায় ২৯ নভেম্বর স্কুল ছাত্র উজ্বল নিখোঁজ হয়, এ ব্যপারে থানায় জিডি করা হয়েছিল। এলাকার লোকজন মঙ্গলবার সন্ধ্যায় ওই সেফটি ট্যাংক থেকে দূর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই সেফটি ট্যাংক থেকে নিহত স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে দূর্বত্তরা ওই স্কুল
ছাত্রকে অপহরনের পর হত্যা শেষে লাশ সেফটি ট্যাংকে ফেলে দেয়।
হত্যাকান্ডের বিষয়ে দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, হৃদয়পুর গ্রামের হবিবর রহমান মেম্বরের বাড়ির পায়খানার সেফটি ট্যাংক থেকে স্কুল ছাত্র উজ্বলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে,লাশ গত কাল বুধবার মর্গে ময়না তদন্তের পর স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান। এদিকে এএপি (ভরামারা সার্কেল) আশিষ  ঘটনা স্থল পরিদর্শন করেছেন তিনি যতটুকু জানতে পেরেছেন  ঐ ছেলে অল্প কয়দিন আগে হাজত থেকে এসেছে, তার চলাফেরার গতি ভাল ছিলনা,সে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের সাথে চলাফেরা করতো, ধারণা করা যায় তাদের মধ্যে অন্তর দ্বন্দ্বের কারণে খুন হতে পারে,থানায় মামলার প্রস্তুতি চলছে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন