রবিবার, জানুয়ারী ২০, ২০১৩

কুষ্টিয়ার মিরপুরে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী নান্নু আটক

সিরাজুম সালেকীন, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ সন্ত্রাসী নান্নু (৩৫) কে আটক করছে মিরপুর থানা পুলিশ। রোববার সন্ধ্যায় ৭টায় পুলিশ মিরপুর বাজার থেকে তাকে আটক করে। মিরপুর থানার ওসি মসিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মিরপুর বাজারে অস্ত্রসহ এক সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মিরপুর বাজারে অভিযান চালিয়ে সন্ত্রাসী নান্নু বাহিনীর প্রধান নান্নুকে আটক করে তার দেহ তল্লাশী করে একটি ইতালীয় পিস্তুল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, নান্নু গত বছর র‌্যাবের হাতে অস্ত্র সহ আটক হয়েছিল। এমনকি তার বিরুদ্ধে কুষ্টিয়া কোর্টে এখনও একটি ধর্ষণ মামলা বিচারাধীন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক কৃত সন্ত্রাসী নান্নুর বিরুদ্ধে মিরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।

আন্দোলনের মুখে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি

আব্দুম মুনিব : শিক্ষক ও ছাত্র আন্দেলনের মুখে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আকতারুল ইসলাম জিল্লু এবং ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. লোকমান হাকিমকে অব্যহতি দিয়েছে কর্তৃপক্ষ। নতুন প্রক্টর হিসেবে দায়িক্ত দেয়া হয়েছে প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এবং ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িক্ত দেওয়া হয়েছে প্রফেসর ড. মাহাবুবুর রহমানকে। উল্লেক্ষ সম্প্রতি ক্লাস পরিক্ষা শুরুর দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলা, পুলিশের অস্ত্র কেরে নিয়ে ছাত্রলীগের গুলি বর্ষনের ঘটনায় বিশ্ববিদ্যালয় উত্তপ্ত ছিলো।

মালয়েশিয়া নিবন্ধনে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানের ৬ মাসের কারাদন্ড

সিরাজুম সালেকীন : কুষ্টিয়ায় মালয়েশিয়া যাওয়ার নিবন্ধনে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ এক ইউপি চেয়ারম্যানকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে সদর উপজেলার বারখাদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে এ কারাদন্ড দেয় আদালত। জানা যায়, নিবন্ধন করতে আসা ব্যাক্তিদের কাছ থেকে পরিষদের চেয়ারম্যান এক’শ বিশ টাকা করে নিচ্ছে। এমন সংবাদে কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বারখাদা ইউনিয়ন পরিষদ চত্বরে ভ্রাম্যমান আদালত বসান। এসময় অভিযুক্ত চেয়ারম্যান তার দোষ স্বীকার করলে আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ব্যাপারে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা বিষয়টি শোনার পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছি। সরকারের এই মহৎ উদ্যেগ যে কেউ ব্যাহৃত করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহন করতে বাধ্য করব।

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় নিজ বাস ভবনের ৩য় তলা থেকে আলমগীর (৪৭) নামের এক ব্যবসায়ী শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বত্তরা। কুষ্টিয়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কুষ্টিয়া মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রবিউল ইসলাম জানান, গতকাল সন্ধায় শহরের এনএস রোডে লাভলী টাওয়ারের সামনে নিজ বাস ভবনের তিন তলা থেকে আলমগীরের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল রাত থেকে সে নিখোজ হলে সকালে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারন ডায়েরী করা হয়। সন্ধায় রাড়ির তিন তলায় একটি ঘর বন্ধ দেখে পুলিশ কে খবর দেয়। নিহত আলমগীর স্বর্ন বেচাকেনা করতেন তিনি আড়–য়াপারার মৃত মুছা আলির ছেলে। ধারনা করা হচ্ছে তার নিকট স্বজনরা এ হত্যা কান্ডের সাথে জড়িত।

জিয়াউর রহমানের ৭৭ তম জন্মবার্ষিকীতে কুষ্টিয়া জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুম মুনিব : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলুর পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.গোলাম মহাম্মদ, যুগ্ম সম্পাদক মাহামুদুর রহমান আল কাদরী, এসএম ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম উল হাসান অপু, ক্রীড়া সম্পাদক ও যুব নেতা আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক যুব নেতা মেজবাউর রহমান পিন্টু, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল

কুষ্টিয়ায় বেসরকারী শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কো-অডিনেটর ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় সভাপতি কাজী আব্দুর রাজ্জাক বলেছেন, চাকুরী জাতীয় করণের দাবীতে আগামী ২৩ জানুয়ারী ঢাকায় শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেনা শিক্ষকরা । দেশের শতকরা ৭৮ ভাগ ছাত্র-ছাত্রীর দায় দায়িত্ব বেসরকারী শিক্ষকদের কাঁধে। তাই তাদের নায্য দাবী উপেক্ষা করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম

ঈদে মীলাদুন্নবীর কারবার

মো: সাইফুলাহ আল-খালিদ
আজকের দুনিয়ায় মুসলিম উম্মাহর অন্যতম উৎসব হলো ঈদে মীলাদুন্নবী। প্রতি বৎসর ১২ই বরিউল আউআল আমরা এই ঈদ পালন করে থাকি। এছাড়া কোনো কোনো দেশে মুসলমানগণ সারাবৎসরই বিভিন্ন উপলক্ষ্যে ‘মীলাদ মাহফিল’ করে থাকেন। ঈদে মীলাদুন্নবী নিয়ে অনেক কথা আছে। এর পক্ষে ও বিপক্ষে অন্তহীন বিতর্ক চলছে। আমার মতো ক্ষুদ্র মানুষের সামান্য জ্ঞানে মীলাদের জায়েয বা না-জায়েয হওয়ার বিষয়ে নতুন কিছু বলার নেই, বলার চেষ্টাও করছি না। আমি মূলত সুন্নাতের আলোকে ঈদে মীলাদুন্নবী সম্পর্কে আলোচনা করর। এখানে ঈদে মীলাদুন্নবী আলোচনার কারণ হলো, এ ক্ষেত্রে যে সকল খেলাফে-সুন্নাত কাজ সংঘঠিত হয় তার পিছনে উপরে উল্লেখিত পদ্ধতিসমূহের মধ্য থেকে একাধিক পদ্ধতি বিদ্যমান। যেমন, রাসূলুল্লাহ সা. ও তাঁর সাহাবীগণের কর্মের দিকে না তাকিয়ে শুধুমাত্র ফযীলতের আয়াত ও হাদীসের উপর নির্ভর করে ইবাদত তৈরি করা, জায়েয ও সুন্নাতের মধ্যে পার্থক্য না রাখা, উপকরণ ও ইবাদতের মধ্যে পার্থক্য নির্ণয় করতে না পারা ইত্যাদি। আল্লাহ দয়া করে তাওফীক প্রদান করলে আমি ঈদে মীলাদুন্নবীর মধ্যে সুন্নাত কী কী এবং কী-ভাবে আমরা যথাসম্ভব সুন্নাত পদ্ধতিতে ঈদে মীলাদুন্নবী পালন করতে পারি সে বিষয়ে আলোচনা করব। ঈদে