মঙ্গলবার, মে ০৭, ২০১৩

শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 152 তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি


আল-আমিন খান রাব্বি : ২৫ বৈশাখ বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 152তম রবীন্দ্র জন্মজয়ন্তী। এ দিনটিকে সামনে রেখে বেশ পরিপাটি করে সাজনো হয়েছে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি। সবুজে ঘেরা ছায়াশীতল এ কুঠিবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের অনেক মুল্যবান সময় কাটিয়েছেন। এখানে বসে রচিত গীতাঞ্জলী কাব্যই তাঁকে এনে দিয়েছে নোবেল পুরষ্কার আর বিশ্ব কবির মর্যাদা। তাই ২৫ বৈশাখ আসলেই হাজারো দর্শনার্থী ও ভক্ত রবীন্দ্রনাথের সেসব দিনের স্মৃতি হাতড়াতে ছুটে আসেন এ কুঠি বাড়িতে।
পদ্মাতীরের ছায়াশীতল নিরিবিল পরিবেশের কারনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার ফিরে আসতেন কুষ্টিয়া শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত শিলাইদহে তার কুঠিবাড়িতে। এখানে বসেই তিনি রচনা করেছেন কালজয়ী অনেক কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক ও উপন্যাস। রোববার বন্ধের দিন ছাড়া প্রতিদিন এখানে দর্শনার্থী আসেন। তারা বইয়ের পাতায় পড়া রবীন্দ্রনাথকে এখানে এস

বুধবার, এপ্রিল ২৪, ২০১৩

কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়নের নব গঠিত সভাপতি ও সাধারন সম্পাদকের অভিনন্দন

                                                                                                                                                 কুষ্টিয়ার মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু ও ইসলামী টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলকে সাধারন সম্পাদক হওয়ায় অভিনিন্দন জানিয়েছেন দৈনিক দেশভূমির সাংবাদিক আমিনুল ইসলাম নাঈম, দৈনিক আলোর জগতের ব্যুরোচীপ মহাম্মদ রফিক, হরিনারায়ণপুর থেকে দৈনিক হাওয়ার সাংবাদিক মনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

হরতাল সমর্থনে কুষ্টিয়া জেলা বিএনপির মিছিল সমাবেশ

নির্দলীয় তত্ববধায়ক সরকারের দাবী যতক্ষন না মানা হবে ততক্ষণ 

আন্দোলন চলবে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় হরতালের সমর্থনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বে জেলা বিএনপি মিছিল করে। সকাল সাড়ে ৮ টায় হরতালের ১ম দিনে জেলা বিএনপির কার্যালয় থেকে হরতালের সমর্থনে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, যতক্ষন পর্যন্ত নির্দলীয় তত্ববধায়ক সরকারের দাবী মানা না হবে ততক্ষণ আন্দোলন চলবে। তিনি বলেন, একদলীয় শাসন

মঙ্গলবার, এপ্রিল ০৯, ২০১৩

হরতাল সমর্থনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপিকে উৎখাত করতেই কেন্দ্রীয় নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে : সৈয়দ মেহেদী আহমেদ রুমী



স্টাফ রিপোর্টার : বিএনপির কেন্দ্রীয় নেতাদের মিথ্যা মামলায় কারাগারের পাঠানোর প্রতিবাদে ও তত্বাবধায়ক সরকারের দাবীতে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ৪৮ ঘন্টার হরতাল সমর্থনে কুষ্টিয়া জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ে থেকে শুরু হয়ে

সদ্য কারামুক্তি ছাত্রদল ও যুবদল নেতাদের সংবর্ধনায় মেহেদী রুমী


ষ্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে ব্যাবহার করে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। হামলা মামলা ও জেল জুলম দিয়ে তারা বিরোধীদলের আন্দোলন দমাতে পারবে না বরং এতে করে সরকার বিরোধী আন্দোলন আরো বেগবান হবে। তিনি বলেন, বর্তমান সরকার নিজেদের দোষ ঢাকতে বিরোধীদলীয় নেতা কর্মীদের উপর হামলা মামলা করছে। গতকাল সকালে জেলা বিএনপির কার্যালয়ে শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ম্যাক, শহর যুবদল নেতা শামীম আহমেদ মাইকেল, পান্না খান ও রোমান হোসেনের

কুষ্টিয়ায় হেফাযতে ইসলামের মিছিলে পুলিশের লাঠিচার্জ : আহত-৭

আব্দুম মুনিব : কুষ্টিয়ায় হেফাযতে ইসলামের মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এসময় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে হেফাযতে ইসলামের অন্তত ৭ জন কর্মী। এসময় হেফাজতে ইসলামের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবশ্য গ্রেপ্তারের ৫ ঘন্টা মুফতি আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার সকালে হেফাযতে ইসলামের নেতা কর্মীরা কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাধা প্রদান করে এবং লাঠিচার্জ করে । এসময় খোরশেদ আহমেদ (৬৫), আবুল কাশেম (৪৫), আবুল কালাম (৪০), হুজায়ফা (৩০), রবিউল আউয়াল (২৫), মুস্তাকিম (২১), আব্দুল হালিম মাহমুদ (২৪)সহ হেফাজতে ইসলামের ৭ কর্মী আহত হয়। হেফাযতে ইসলামের নেতৃৃন্দের জানান, দলের নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে মিছিল করতে গেলে পুলিশ তাদের নেতাকর্মীদের

জেলা আইনশৃংখলা কমিটির সভায় সৈয়দ বেলাল হোসেন


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, জেলার আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে যে কোন নাশকতা ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কঠোর হস্তে দমন করা হবে। সাধারণ মানুষের ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে সমাজে বিভ্রান্তিকর বিশংখলা সৃষ্টি করতে দেয়া হ্েবনা। ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারীদের প্রতিরোধে ও তাদের অপতৎপরতাকে মোকাবেলা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এদেশ আমার আপনার সবার। দেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবেলা করার উদ্যোগ