
বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৩
ভেড়ামারায় শীতকালীন আগাম সবজি চাষ করে স্বাবলম্বী আব্দুস সাত্তার

জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিনের পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিনের পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গত ২৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতবেক নিয়ম বর্হিঃভূতভাবে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করার অভিযোগে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিনের পদ স্থগিতাদেশ করেন। যার পরিপ্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে পদ স্থগিতাদেশ প্রত্যাহারের লিখিত আবেদন করায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সন্তুষ্ট হয়ে ভবিষ্যৎ সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত না থাকার শর্তে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ৮ অক্টোবর পদের স্থগিতাদেশ প্রত্যাহার করেন। সংবাদ বিজ্ঞপ্তি
ভেড়ামারায় ২৬ জন জিপিএ-৫ প্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ব্র্যাক
ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় ২৬ জন জিপিএ-৫ প্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বেসরকারী এনজিও ব্র্যাক। গতকাল বুধবার দুপুরে উপজেলাস্থ ব্র্যাক’র হলরুমে তাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রনপিয়া ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১২ সালে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষায় অংশগ্রহন করে বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ শিক্ষার্থীই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে সেই সব ক্ষুদে মেধাবীদেরই সংবর্ধনা দেয় ব্র্যাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে সম্মামনা কেষ্ট এবং উপহার তুলে দেন ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার। কুষ্টিয়া জেলা ব্র্যাক কর্মকর্তা আব্দুল মজিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ব্র্যাক কর্মকর্তা মোতাহার হোসেন, জাকির হোসেন, হিযরত আলী, রিজভী নেওয়াজ, উত্তম কুমার, শাহনাজ আক্তার, অলোক মজুমদার, আফরোজা সুলতানা প্রমুখ। বর্তমানে ওই ২৬ জন মেধাবী শিক্ষাথীই জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ ষ্ট শ্রেনীতে অধ্যায়নরত।
কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮ টায়
প্রেস বিজ্ঞপ্তি : পবিত্র ঈদ-উল আযহার জামাত আগামী ১৬ ই অক্টোবর সকাল ৮ টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে সকলকে সময়মতো উপস্থিত হওয়ার জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।
গাংনীতে ডাকাতদের বাধা দেওয়ায় ভ্যান চালককে জবাই করে হত্যা : বোমাঘাতে আহত ৩

দৌলতপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ষনে বাঁধা দেওয়ায় রুকসানারা খাতুন (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার খালাতো ভাই শরিফুল আলম নামে এক লম্পট। মঙ্গলবার রাতে উপজেলার ফিলিপনগর ইউপি’র গোলাবাড়ি গ্রামে এঘটনা ঘটেছে। এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, রায়হান আলীর স্ত্রী এক সন্তানের জননী রুকসানারা খাতুন তার নানা সিরাজ সর্দারের বাড়িতে থাকা অবস্থায় অমিন সর্দারের ছেলে নিহতের খালাতো ভাই শরিফুল আলম ওইদিন রাত ৯টার দিকে রুকসানারা খাতুনকে কু-প্রস্তাব দেয়। এতে রুকসানারা খাতুন রাজি না হওয়ায় তাকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় সে চিৎকার ও কান্না কাটি শুরু করলে লম্পট শরিফুল হাতের কাছে থাকা লোহার রড দিয়ে রুকসানারা খাতুনের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ বুধবার দুপুরে নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। হত্যাকান্ডের ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। তবে ঘাতক গ্রেপ্তার হয়নি। এবিষয়ে দৌলতপুর থানার ওসি আব্দুল খালেক জানান, হত্যাকান্ডের সাথে জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
দৌলতপুরে ডাকাতের বোমা হামলায় নৈশ প্রহরীসহ আহত-৩
দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুরে ডাকাতের বোমা হামলায় নৈশ প্রহরীসহ ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ২ টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউপি’র নাটনাপাড়া বাজারে ডাকাতি হামলার এ ঘটনা ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত নাটনা পাড়া বাজার সংলগ্ন ডাঃ আজিমদ্দিনের বাড়িতে হানা দেয়। এসময় বাড়ির লোকজন চিৎকার ও শোরগোল শুরু করলে বাজারের নৈশ প্রহরীসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসলে ডাকাত দল তাদের লক্ষ্য করে পর পর ৩টি বোমার বিষ্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতদের নিক্ষিপ্ত বোমার আঘাতে নৈশ প্রহরী হযরত আলী (৪২) ও এনামুল হক (৪৫) এবং নাটনা পাড়া বাজারের সুলতান (৪৫) নামে এক
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)