শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০১৪

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রীসহ নিহত ২, আহত-১

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের হরিশংকরপুর ও দবির মোল্লা গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা ডিগ্রি কলেজের এইচ এসসি ২য় বর্ষের ছাত্রী শামীমা আক্তার বর্ণা (১৮) ও ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকার বৃদ্ধা রমেছা বেগম (৮৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে

শহরের থানাপাড়া বস্তিতে ভয়াবহ আগ্নিকান্ডে ২০টি ঘর ভস্মিভুত : ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া শহরের চরথানাপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টি বাড়িঘর সম্পূূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টার পর কুষ্টিয়া ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছেন পৌনে ১২টার দিকে বস্তির বাসিন্দা সাহাবুল ইসলামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে তা আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় চর থানাপাড়ার প্রায় ২০টি বাড়ীঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের ঘরের আসবারপত্র, পোশাক, নগদ টাকা, বইসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে

কুমারখালী পৌর বাজারে চেয়ারম্যান প্রার্থী আনছার প্রামাণিক’র পক্ষে গণসংযোগে মেহেদী রুমী


শরীফুল ইসলাম, কুমারখালী : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কে ঘিরে ১৯ দলীয় জোটের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দেশব্যাপী সচেতন নাগরিক সমাজের প্রার্থীদের ইতিমধ্যেই আগাম বিজয়ের সুবাতাস বইতে শুরু করেছে। আসছে ২৭ তারিখে কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় ঐক্য জোটের সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী কুমারখালী পৌর সভার সাবেক সফল মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিকের মোটর সাইকেল মার্কার পক্ষে গতকাল কুমারখালী পৌর শহরে কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি ১৯ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক সাবেক এমপি, সৈয়দ মেহেদী আহমেদ রুমী গণ সংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, তিনি আরো বলেন স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের কোন ষড়যন্ত্র কার্যকর হতে দেওয়া হবে না। আগামী ২৭ ফেব্র“য়ারী কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় ঐক্য জোটের সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিকের

সকল প্রকার বিভ্রান্ত্রী মূলক প্রচারণার উর্দ্ধে থেকে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ জাকির হোসেন সরকারকে ভোট দেওয়ার আহবান


হাওয়া প্রতিবেদক : আগামী ১৯ ফ্রেব্রুয়ারী কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে সকল প্রকার বিভ্রান্ত্রী মূলক প্রচারনার উর্দ্ধে থেকে কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন জেলা বিএনপিসহ জোটের অনান্যদল সুমহের নেতাকর্মীবৃন্দ। নির্বাচনে প্রচারণার তুঙ্গে থাকা জাকির হোসেন সরকারের আনারস প্রতিক এখন সদর উপজেলার গ্রামগঞ্জে সাধারণ মানুষের মুখে মুখে। নির্বাচনে ব্যাপক জনসমর্থনে থাকা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার গনসংযোগ করতে ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি।
এদিকে নির্বাচনের ঠিক আগ মূহর্তে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার নিয়ে বিভ্রান্ত্রীকর প্রচারনায় নেমেছে একটি মহল।
মহলটিল দাবী কেন্দ্রের নির্দেশে নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। কিন্তুু এমন কোন সির্দ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপিসহ জোটের অনান্যদলের সমর্থির নাগরিক সমাজের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তিনি বলেন, নির্বাচনের মাঠে জনসমর্থনে ভীত হয়ে আওয়ামী ঘরনার একটি মহল এই রকম মিথ্যা ও বানোায়াট সংবাদ প্রচার করছে। তিনি বলেন, আমি এখন

শনিবার, নভেম্বর ২৩, ২০১৩

কুষ্টিয়ায় ১৮ দলীয় ঐক্য জোটের সমাবেশে বক্তারা

অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য অসাংবিধানিক ভাবে নির্বাচনকালিন সর্বদলীয় সরকার গঠন করা হয়েছে

আব্দুম মুনিব : অসাংবিধানিক ভাবে নির্বাচনকালিন সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদে ও নির্দর্লীয় তত্বাবধায়ক সরকারের দাবীতে কুষ্টিয়ায় ১৮ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা শ্রমিক দল, সেচ্ছাসেবক, যুবদল, ছাত্রদলসহ শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এবং জেলা জামায়াত ও শিবিরের পক্ষ থেকে মিছিল সমাবেশে যোগ দেয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বসান বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি, ১৮ দলীয় ঐক্য জোটের জেলার আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা

কুষ্টিয়া শহর ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের ৪৯তম জন্মদিন পালন


বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত কান্ডারি তারেক রহমান : সৈয়দ মেহেদী আহমেদ রুমী

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া শহর ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯ তম জন্মদিন পালন করা হয়েছে। শক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে চত্বরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকভাবে কেক কাটেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী।শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুনের সভাপেিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক সামসুজ্জাহিদ, ক্রিড়া বিষয়ক সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, শহর যুবদলের সাধারন সম্পাদক মঞ্জুরুল হাসান কুটি, কৃষক নেতা দুলাল মোল্লা, মোকারম হোসেন মোকা প্রমুখ। শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকু, সাংগঠনিক সম্পাদক মেহেদী

ভেড়ামারায় বিএনপি’র বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সরকার মুখে সমঝোতা ও সংলাপের কথা বলে জনগনকে ধোঁকা দিচ্ছে

----- আলহাজ অধ্যাপক শহিদুল ইসলাম

মনির উদ্দিন মনির, ভেড়ামারা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক শহিদুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার মুখে সমঝোতা ও সংলাপের কথা বলে জনগনকে ধোঁকা দিচ্ছে” এবং বিরোধী দল দমনে আগের মতই আচারন করে যচ্ছে। সরকার জুলুম, নির্যাতন, সংঘাত ও সন্ত্রাস মোকাবেলায় দেশের সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের পথকেই বেছে নেবে। ভলোই ভালোই দাবী না মানলে সংলাপের টেবিলে নয় রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে নির্দলীয় সরকারের দাবী মানতে বাধ্য করা হবে। হত্যা, গুম, ধরপাকড় করে গণ আন্দোলনের জোয়ারকে থামানো যাবে না। তিনি আরো বলেন, অবিলম্বে বিএনপি’র শীর্ষ স্থানীয় নেতাদের মুক্তির জোর দাবী