মঙ্গলবার, মার্চ ০৪, ২০১৪

“জনগণের উপর অত্যাচার করে এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না”


নব নির্বাচিত কুমারখালী উপজেলা ভাইস চেয়ারম্যানের পক্ষথেকে মেহেদী রুমীকে ফুলেল শুভেচ্ছা 

ষ্টাফ রিপোর্টার : কুমারখালী উপজেলা নির্বাচনে নব নির্বাচিত ১৯দলীয় জোটের ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণাবাসন সম্পাদক জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যলয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় মেহেদী আহমেদ রুমী বলেন, আমাদের সংগ্রাম দেশকে আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার সংগ্রাম। দেশ থাকবে কিনা, আমাদের অস্তিত্ব থাকবে কিনা, গণতন্ত্র থাকবে কিনা এবং নীতি নির্ধারণে অন্যরা পাশে থাকবে কি না সে প্রশ্নও এখন। তিনি বলেন, এ সরকার পাথরের মতো জনগণের কাঁধে চেপে বসেছে। জনগণের উপর অত্যাচার করে জুলুমবাজ এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমাদের এ আন্দোলন জনগণের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম।তিনি বলেন, উপজেলা নির্বাচনে সারাদেশের মত কুমারখালী ও খোকসাতে দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জাল ভোট, ভোট ডাকাতি, ভোট কারচুপি সর্বপরি ভোট জালিয়াতি করে ১৯ দলীয় জোটের চেয়াম্যান প্রার্থীদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। সময়মত

“মাদক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান”

পরিপ্রেক্ষিতের সহযোগিতায় ভেড়ামারায় মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে প্রচারাভিযান 

ষ্টাফ রিপোটার : মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি ও মাদকের ভয়াবহতা রুখতে দেশব্যাপী প্রচারাভিযান এর অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিপ্রেক্ষিতের সহযোগিতায় সোমবার সকাল ১০টায় প্রচারাভিযানের অংশ হিসেবে আলোচনা সভা, র‌্যালি ও দেয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পাদন করা হয় দেয়াল লিখন কর্মসূচি। এরপর উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপুল কুমার সসরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ আমিরুল ইসলাম, জেলা জুনিয়র স্বাস্থ শিক্ষা কর্মকর্তা সামসুল আলম, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম পিপিএম, পৌর প্যানেল মেয়র মাহবুব আলম বিশ্বাস, ভেড়ামারা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, আব্দুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন, উপজেলা সমাজ সেবা

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে দু’জুয়াড়ির জরিমানা

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দু’জুয়াড়ির জরিমানা করেছে। রবিবার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহ্মেদ এর নেতৃত্বে ডিবি পুলিশের এ এস আই শফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে। সন্ধ্যায় শহরের চরআমলা পাড়া কালী মন্দিরে প্রকাশ্যে জুয়া খেলার সময় বড় বাজার এলাকার মৃত রুহুল আমীন শরীফ এর ছেলে (৩২) ও

খোকসায় বাস ও করিমনের মুখোমুখি সংঘর্ষ ॥ আহত ১৫

মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় বাস-করিমনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের মোড়াগাছা এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসের সাথে অপরপ্রান্ত থেকে আসা মালবাহি করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রাস্তার ধারে একটি গাছের সাথে আটকে গেলে কাকতালীয়ভাবে বাসের ৫০ যাত্রী প্রাণে বেঁচে

সাহায্যের আবেদন

কুষ্টিয়া শহরের ১০নং ওয়ার্ডের দেশওয়ালীপাড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী বিজয় সাহা ও লিপি সাহার ৫ বছরের শিশুপুত্র অন্তর সাহা শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারনে চিকিৎসক তাকে ভারতের ভেলোরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু তার চিকিৎসার জন্য প্রায় ৪ লক্ষাধিক টাকার প্রয়োজন। দরিদ্র পিতার পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের বিত্তবান, সংস্থা ও প্রতিনিধিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
লিপি সাহা
সঞ্চয়ী হিসাব নং ৮৪৮৭
উত্তরা ব্যাংক,
এন এস রোড, কুষ্টিয়া শাখা।
মোবাইল-০১৭৭৬-৫০৫৬২০

সোমবার, মার্চ ০৩, ২০১৪

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত সংসদ নির্বাচন, সারাদেশ ব্যাপী বিচার বহির্ভুতভাবে যৌথ বাহিনী কর্তৃক ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের গুম ও হত্যা এবং স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক বাবুসহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে কুষ্টিয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বড় বাজার রেল গেটে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি অ্যাড. শামিম উল হাসান অপু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন ।এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. গোলাম মহম্মদ, যুগ্ম সম্পাদক এস এম ওমর ফারুক, সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পী, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য শাহ নেওয়াজ আরেফিন পাপ্পু, মনিরউজ জামান মাসুদ, জিল্লুর রহমান জনি, ইকবাল মোহাম্মদ এডিন, মাহাবুব হাসান রাজু, মোস্তাফিজুর রহমান শিমূল, ইশতেয়াক আহমেদ জ্যাকি, জহুরুল ইসলাম টিটু, মিজানুর রহমান খান, মাহাফুজুল ইসলাম রিমন, মিজানুর রহমান

উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে

কুমারখালী ও খোকসাতে শান্তিপূর্ণ পরিবেশে অর্ধদিবস হরতাল পালিত

স্টাফ রিপোর্টার ॥ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে ভোট কারচুপি ও ফলাফল বাতিল করে পুনরাই নির্বাচনের দাবিতে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের ডাকে অর্ধদিবস হরতাল পলিত হয়েছে। রোববার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলে। হরতাল সমর্থনে ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের ডাকা হরতালে শহরের দোকানপট - ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কুমারখালী ও খোকসা শহরের প্রধান সড়ক দিয়ে দূড়পাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি, তবে বিছিন্নভাবে কিছু সংখ্যক রিক্সা ও অটোরিক্সা চলাচল করেছে। নাশকতা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এর আগে শুক্রবার দুপুরে স্থানীয় বিএনপি কার্যালয়ে কুমারখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. কুতুবুল আলম নতুন বলেন, ২৭ ফেব্র“য়ারী অনুষ্ঠিত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম আনছার এর পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয় আওয়ামী লীগের ক্যডার বাহীনি। রায় নিজেদের পক্ষে নিতে বেশ কয়েকটি ভোট কেন্দ্র নগ্ন হামলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খানের সমর্থকেরা। এ সময় তারা ব্যালট পেপারে সিল মেরে বাক্্র ভর্তি করে। তাদের ভোটারদের ভোট কেন্দ্রে আসতেও বাধাদেয় আওয়ামী লীগের নেতা-কর্মিরা। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি সমর্থিত প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হতেন বলেও তিনি জানান। তাই এ উপজেলায় পুনরাই নির্বাচনের আহ্বান জানান উপজেলা বিএনপির এ সাধারন সম্পাদক। এদিকে খোকসাতে হরতাল দুপুর ১২ টা পর্যন্ত পালিত হয়েছে। শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। তেমন কোন ভাড়ি যানবাহন চলাচল করতে দেখা