মঙ্গলবার, ফেব্রুয়ারী ১২, ২০১৩

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত

চার মাদক ব্যবসায়ীর কারাদণ্ড 

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ভ্রাম্যমান আদালত বসিয়ে তিন মাদক ব্যবসায়ী ১ মাস করে ও একজনের ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে। ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ইকবাল আক্তার। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান ভ্রাম্যমান আদালতে অধিদপ্তরের পক্ষে প্রতিনিধিত্ব করেন। জানা যায়, গতকাল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেরদিয়া গ্রামের আফিল উদ্দিনের পুত্র নাজিমুদ্দিন (৪৫), চামনা গ্রামের মহব্বত উল্লাহ পুত্র আক্কাস আলী (৫৫), আল্লারদর্গার আজবার আলির পুত্র আমিরুল ইসলাম (২৭) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ও দৌলতপুর থানা পুলিশ গাজা সহ হাতে নাতে আটক করে। এদের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া চামনা গ্রামের সম্বর মন্ডলের ছেলে ইনতাজ আলীকেও গাজা সহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা। তাকেও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন