মঙ্গলবার, ফেব্রুয়ারী ১২, ২০১৩

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ইবি ক্যাম্পাসে আন্দোলন অব্যহত

রাশেদুন নবী রাশেদ,ইবি প্রতিনিধি : কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাসির দাবিতে সাধারন জনতার ব্যানারে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের আন্দোলন অব্যহত রয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিশবিশ্ববিদ্যালয় মেইন গেটে “গনজাগরণ মঞ্চ” তৈরি করে তারা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। এতে বিশ্বিবিদ্যালয়ের শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্রউনিয়ন, জাসদ ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাং¯ৃ‹তিক সংগঠন অংশ গ্রহণ করে এবং আন্দোলনকারীদের সাথে একাত্বতা ঘোষণা করে। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি না থাকায় গতকাল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সহ-সভাপতি ইমামউল হক টিটু, যুগ্ম সম্পাদক এহতেশামুল হাসান রুমিসহ ৪জন নেতা ক্যাম্পাস পরিদর্শনে আসে। এসময় তারা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের সাথে একাত্বতা ঘোষণা করে। পরে দুপুর একটার সময় তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে (টিএসসিসিতে) এক সমাবেশে মিলিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রলীগের কোন কমিটি না থাকায় আসন্ন কমিটি গঠনকে সামনে রেখে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে বায়োডাটা গ্রহণ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন