মঙ্গলবার, ফেব্রুয়ারী ১২, ২০১৩

কুষ্টিয়ায় “উড়ন্ত”র আবাসিক শিল্পকর্ম বিনিময় কর্মসূচী পালিত

স্টাফ রিপোটার : কুষ্টিয়ার মেয়ে সাদিয়া মিজান . ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শেষ বর্ষের ছাত্রী। পুরনো শিল্পকলার সাথে বর্তমানের যোগাযোগ ধওে রাখতে সমমনাদের সাথে নিয়ে গওে তুলেছে একটি সংগঠন। সংগঠনটির নাম “উড়ন্ত”। প্রথম কর্মসূচীর স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছে ব্রিটিশ শাসনামলের একটি দুই তলা পুরনো বাড়ীকে। যেখানে বসবাস করতেন অবিভক্ত বাংলার একজন পুলিশ কমিশনার ও তাঁর পরিবার। সাদিয়ার এই দাদার বাড়িটি শহরের থানাপাড়া খোদাদাদ খান রোডে অবস্থিত। সম্প্রতি প্রায় ২শ বছরের পুরনো এ বাড়িটি ভেংগে ফেলা হবে। এই বাড়িটি গত ৬ ই ফেব্র“য়ারী থেকে প্রতœতাত্বিক স্বৃতি হিসেবে ধরে রাখতে এ সংগঠনটির সদস্যরা। “উড়ন্ত” আবাসিক শিল্পকর্ম বিনিময় কর্মসূচী হচ্ছে এমন একটি সম্মেলন স্থান, যেখানে বহুমূখী সৃজনশীল শিল্পকর্ম ভিন œভিন্ন ভাষায়একত্রিত হয়। ভিজুয়ালআর্ট, আলোকচিত্রী, লেখক, সংগীতশিল্পী এবং পারফরম্যান্স আর্টিস্ট ও ভিন্ন মাত্রার সৃজনশীল সবাই একত্রিত হন, আমাদের ফেলেআসা পরিত্যাক্ত জীবনবোধকে একটি সাধারন ক্যানভাসের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। এই কর্মসূচীর মধ্য দিয়ে শিল্পীরা তাদের নিজস্ব স্বত্ত্বার সাভাবিক পরিবৃত্তিকে ফুটিয়ে তোলেন পারিপার্শিক পরিবেশের মধ্য দিয়ে, যা পরবর্তীতে তাদেরকে নিজস্ব ধারার শিল্পোকর্মে এগিয়ে যেতে উৎসাহ উদ্দীপনা যোগায়। এই কর্মসূচীর অংশগ্রহনকারী শিল্পীরা হচ্ছেন ইজেল মূর্তুজা (বাংলাদেশ), ফাহমিদ নিবেশ (কানাডা), ওবায়দুল ইসলাম (বাংলাদেশ), সৌমদিপ্ত সেন (পূর্ববঙ্গ), সাদিয়া মিজান (বাংলাদেশ), রতœা ও তার দল (বাংলাদেশ) . শিল্পীরা স্থানটির পরিবর্তনশীল অস্তিত্ব ও সময়ের পারষ্পারিক সম্পর্কের বিশ্লেষনে তাদের শিল্পকর্ম উপস্থাপন করে। সৃজনশীল সমৃদ্ধশালী চিন্তা ধারার সম্মিলিত উপস্থাপনার একটি উন্মোক্ত জানালা “উড়ন্ত” আবাসিক শিল্পকর্ম বিনিময় কর্মসূচী। “উড়ন্ত” বিশ্বাস করে সৃজনশীলতা ও শিল্পকর্ম জীবনের সব মাধ্যমেই বিরাজ করে এবং সেই সকল মাধ্যমকে সবচেয়ে স্বাভাবিক উপস্থাপনার জন্য অনুপ্রেরনার সর্বোৎকৃষ্ট মাধ্যম হতে পারে পারিপার্শিক সাভাবিক উপাদান যা সময় ও স্থান ভেদে নানা রূপে বিরাজমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন