রবিবার, ফেব্রুয়ারী ১০, ২০১৩

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে তিনটি সেতুর রেলিং ভাঙা : বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ২৪ কিলোমিটারের মধ্যে তিনটি সেতুর দুই পাশের রেলিং ভেঙে গেছে। প্রায় তিন মাস ধরে এসব সেতুর ভাঙা রেলিংয়ের স্থানে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। রেলিং না থাকায় সেতু দিয়ে যানবাহন চলাচলের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে মহাসড়কের চৌরহাস, আলামপুর ও লক্ষমীপুর এলাকায় খালের ওপর নির্মিত সেতুগুলোর দুই পাশের রেলিং ভেঙে যায়। এ রাস্তা দিয়ে প্রতিদিন উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে কয়েক হাজার যানবাহন যাতায়াত করে। গত বছরের ২৭ ডিসেম্বর রাতে একটি যাত্রীবাহী বাস আলামপুর সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে প্রায় ২৫ জন যাত্রী আহত হয়। কুষ্টিয়া-খুলনা পথে চলাচলকারী গড়াই পরিবহনের চালক ফজলুর রহমান বলেন, দিনের বেলায় গাড়ি চালাতেই ভয় লাগে। সেখানে রাতে এ তিনটি সেতুর ওপর দিয়ে খুব সতর্কতার সঙ্গে গাডড়ড়ি চালাতে হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কুষ্টিয়ার উপবিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, এ তিনটি সেতুর রেলিং পুনর্র্নিমাণের জন্য সাত মাস আগে সওজ খুলনা আঞ্চলিক কার্যালয়ে ২১ লাখ টাকার একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাস হলে সেতু তিনটির রেলিং হুইলগার্ডসহ (ফুটপাত) পুনর্র্নিমাণ সম্ভব হবে। সওজ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন বলেন, আশা করা যাচ্ছে, অচিরেই প্রস্তাব পাস হয়েযাবে। প্রস্তাব পাস হলে দরপত্র আহ্বান করা হবে। এ ব্যাপারে জানতে সওজ খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী গুলজার হোসেনের মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি তা ধরেননি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন