রবিবার, ফেব্রুয়ারী ১০, ২০১৩

কুষ্টিয়াতে প্রথম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘণ পরিবেশের মধ্যদিয়ে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১২-১৩ শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লীগের অনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দ বেলাল হোসেন। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ক্রিকেট উপ-পর্ষদের সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খন্দকার জুলফিকার আলী আরজু ও জহুরুল হক চৌধুরী রনজু। প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দ বেলাল হোসেন বলেছেন, সংস্কৃতি ও ক্রীড়ার ক্ষেত্রে কুষ্টিয়া জেলার ইতিহাস ও ঐতিহ্য আছে। সেই ইতিহাস ও ঐতিহ্যকে আমাদের পূণঃজীবিত করতে হবে। এ জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। আশারাখি কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে উত্তরণ ঘটাতে সকলে এগিয়ে আসবেন। তিনি বলেন, খেলাধুলা একদিকে যেমন শারীরকে সুস্থ রাখে, অপর দিকে সন্ত্রাস ও মাদকাসক্ত থেকে যুব সমাজকে রক্ষা করে। তাই প্রতিটি পড়া মহল্লায় নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। তিনি আরো বলেন, আজ যারা এ লীগে অংশগ্রহণ করছে তারা সকলেই যুবক। আর এই যুবসমাজই পারবে ক্রীড়াঙ্গনের পরিবর্তন আনতে। আশারাখি সকল যুবক লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে আসবে। জেলা প্রশাসক বলেন, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা যে ভাবে একেরপর এক নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করে চলেছে, তাতে বোঝাযায় অচিড়েই দেশের ক্রীড়াঙ্গনে কুষ্টিয়ার নতুন ইতিহাস সৃষ্টি হবে। এ লীগের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতায় মেয়র আনোয়ার আলী বলেন, ভাল খেলোয়াড় তৈরী করতে হলে প্রথমেই প্রয়োজন নিয়মিত অনুশীলন। আর সেই নিয়মিত অনুশীলনের ব্যবস্থাটি করে চলেছে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা। এজন্য জেলা ক্রীড়া সংস্থার সকলকে জানায় ধন্যবাদ। তিনি বলেন, লেখাধুলার ক্ষেত্রে এ জেলার সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে জেলা ক্রীড়া সংস্থা। বিগতদিনে এই প্রতিষ্ঠানটি খেলাধুলার ক্ষেত্রে তেমন অবদান না রাখতে পারলেও আমরা লক্ষ্য করছি বর্তমনে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সব ধরণের লেখাধুলার আয়োজন করা হচ্ছে। ক্রীড়ার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখে চলেছে এই প্রতিষ্ঠানটি। এভাবে চলতে থাকলে অচিড়েই আমরা বড় ধরণের অর্জন পাব। এ লীগে অংগ্রহণকারী সকল দলকে ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান মেয়র আনোয়ার আলী। আরো এক বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলার খেলোয়াড়দের যথেষ্ট অবদান ছিল। আশারাখি বর্তমান যুব সমাজ খেলাধুলার মাধ্যমে দেশের জন্য অবদান রাখবে। কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের সার্বিক সফলতা কামনা করেন আজগর আলী। জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খন্দকার ইকবাল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন লাবলু ও ক্রিকেট উপ-পর্ষদের সাধারণ সম্পাদক পারভেজ আনোয়ার তনু। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় আমলাপাড়া স্পোর্টিং ক্লাব ২২১ রানে পোড়াদহ শফি স্মৃতি সংঘকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন হাবিবুর রহমান বাপ্পি ও ইমারত হোসাইন মিনু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন