রবিবার, ফেব্রুয়ারী ১০, ২০১৩

কুষ্টিয়া চিনিকলে কৃষকের পাওনা সাড়ে ৭ কোটি টাকা : আখ সরবরাহে অনীহা

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া চিনিকলে ২০১২-১৩ মাড়াই মৌসুমের শেষের দিকে পর্যাপ্ত আখের অভাবে প্রতিষ্ঠানটির উৎপাদন কাজ ব্যহত হতে চলেছে। ফলে লক্ষমাত্রা অর্জনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চলতি মৌসুমে ৭০ দিনের মাড়াই দিবসে ৮০ হাজার মেঃটন আখ মাড়াই করে ৫ হাজার ৮শত মেঃটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে মাড়াই মৌসুম শুরু হলেও কৃষকের আখের মূল্য বাবদ চিনিকল কতৃপক্ষের নিকট পাওনা সাড়ে ৭ কোটি টাকা সঠিক সময়ে পরিশোধ করতে না পারায় তারা চিনিকলে আখ সরবরাহ করতে অনিহা প্রকাশ করছে। মিল জোনে উৎপাদিত আখ অবৈধ গুড় ব্যবসায়ীদের কাছে নগত মূল্যে বিক্রয় করার অপেক্ষা করছে তারা। ফলে পর্যাপ্ত আখ সংগ্রহ করতে পারছেনা কতৃপক্ষ। অনিশ্চয়তা দেখা দিয়েছে লক্ষমাত্রা অর্জনে। এ পর্যমত্ম ৫৯ কর্ম দিবসে ৫৯ হাজার ৭ শত ৬০ মেঃটন আখ মাড়ায় করে ৩ হাজার ৬শত ৫৯ মেঃটন চিনি উৎপাদন করেছে চিনিকল। জানা যায়, চলতি মাড়ায় মৌসুমসহ গত মৌসুমের ৫ হাজার ৫ শত ৩০ মেঃটন যার মূল্য প্রায় ২৭ কোটি ৬৫লক্ষ টাকার উৎপাদিত চিনি অবিক্রিত অবস্থায় চিনিকলের গোডাউনে পড়ে থাকায় ঠিক মত কৃষকের পাওনা টাকা পরিশোধ করতে পারছে না কতৃপক্ষ। তবে চিনিকল কতৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানালেন, কৃষকের পাওনা টাকার বিষয়ে সদর দফতরে দেন-দরবার চলছে, আগামী দু’এক দিনের মধ্যে কৃষকের পাওনা মিটিয়ে প্রোয়জনীয় আখ সংগ্রহ করে লক্ষমাত্রা অর্জনে চেষ্টা করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন