বুধবার, ফেব্রুয়ারী ০৬, ২০১৩

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ

গতকাল উত্তরায় একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক ছাত্রনেতা, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলালসহ ১০/১২ জন বিএনপি নেতা-কর্মীর নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক প্রতিবাদ বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার হীন প্রতিহিংসামূলক উদ্দেশ্য চরিতার্থ করতে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া প্রহসণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে প্রলম্বিত করতে উদ্দেশ্যপ্রনোদিতভাবে বিরোধী দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করছে। আজ আজিজুল বারী হেলালসহ ১০/১২ জন বিএনপি নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়ানো সরকারের নিরবচিছন্ন অপকর্মেরই অংশ। তিনি বলেন, সরকার একের পর এক অন্যায়, নিষ্ঠুর ও অগণতান্ত্রিক পদক্ষেপ গ্রহনের মাধ্যমে দেশকে সুপরিকল্পিতভাবে একদলীয় বাকশালী শাসনের দিকে এগিয়ে নিয়ে যাচেছ। মির্জা আলমগীর বিস্ময় প্রকাশ করে বলেন, গণতন্ত্রের লেবাস পরে এবং মিথ্যাচারকে পূঁজি করে বর্তমান সরকার এতটাই নির্লজ্জ ও বেহায়া চরিত্রের রূপ ধারণ করেছে যে, বিএনপি’র কোন ব্যক্তি ঘটনার সাথে বিন্দুমাত্র জড়িত না হওয়া সত্ত্বেও তার নামে বানোয়াট ও হাস্যকর মামলা দিয়ে তাকে হয়রানী করা হচ্ছে। তিনি বর্তমান সরকারকে ক্ষমতা পাকাপোক্ত করার সকল কূটকৌশল থেকে দুরে সরে আসার আহবান জানান। অন্যথায় জনরোষে পতিত হয়ে ক্ষমতা থেকে নির্লজ্জের মতো বিতাড়িত হতে হবে বলে তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে আজিজুল বারী হেলালসহ বিএনপি নেতা-কর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন