বুধবার, ফেব্রুয়ারী ০৬, ২০১৩

ভিক্ষুকের বসত বাড়িতে আগুন

উজ্জল মাহমুদ : উজান গ্রামে আগুনের লেলীহান শিখায় মূহতের মধ্যে আব্দুস সামাদ খান নামের এক ভিক্ষুকের বসত বাড়ি পুড়ে যায় ও প্রায় লক্ষাধীক টাকার মালামাল পুরে ছায়। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৯ টার সময় কুষ্টিয়া জেলার ইবি থানার উজানগ্রাম পারিবারিক সাস্থ্য কেন্দ্রের পাশে। জানাযায়, গতকাল সকালে আব্দুস সামাদ খান নামের এই ভিক্ষুক সকালে পান্তা ভাত খেয়ে ভিক্ষার উদ্যেশ্যে বাড়ি থেকে বেড় হয়। বাড়িতে থাকা তার মেয়ে বিলকিস বানু গরম খাবারে জন্য রন্না ঘরের চুলায় অগুন দিয়ে প্রকৃতির টানে বারির বাহিওে যায়। এই সুযোগে আব্দুস সামাদ খানের এক শিশু নাতী ছেলে অগুন নিয়ে খেলতে গিয়ে ঘরের চালে অগুন লেগে যায়। মহুর্তের মধ্যে তার বসত বাড়ির তিনটা ঘর আগুনে পুড়ে যায়। অগুনে লেলিহান শিখা দেখতে পেয়ে আশেপাশের লোকজন দ্রুত অগুন অগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় অসহায় ভিক্ষুকের ঘরে থাকা এক মাত্র সম্ভল ৪ টা ছাগল,৯টা মুরগী ,নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালা-মাল পুড়ে যায়। ঘটনাটি শুনতে পেয়ে এলাকাবসীর মধ্যে শোকের ছায়া নেমে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন