বুধবার, ফেব্রুয়ারী ০৬, ২০১৩

বিএনপি চেয়ারপার্সনের শোকবার্তা

বাসদ এর সাবেক কেন্দ্রীয় নেতা, বাম রাজনীতির অন্যতম পুরোধা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সরকার গতকাল সকালে ঢাকার শাহজাদপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।  বিএনপি চেয়ারপার্সন আজ এক শোকবার্তায় বলেন, “ মরহুম আবদুল্লাহ সরকার একজন খাঁটি দেশ প্রেমিক। জীবনের মায়া তুচ্ছ করে দেশের মুক্তির জন্য ৭১’র রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ লড়াই করেছেন। একজন শিক্ষানুরাগী হিসাবেও তাঁর ভূমিকার জন্য তিনি দেশের মানুষ ও নিজ এলাকায় স্মরণীয় হয়ে থাকবেন। একজন প্রজ্ঞাবান বাম রাজনৈতিক নেতা হিসেবে মানুষের আর্থ-সামাজিক উন্নতির জন্য নিরলস সংগ্রাম করে গেছেন। সংসদ সদস্য হিসেবে ৭৫’এর একদলীয় বাকশাল ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে গিয়ে সরকারের রোষানলে পড়েন। রনাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে মর্মাহত। ” বেগম জিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।  অপর এক শোকবাণীতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক জনাব তরিকুল ইসলাম বাসদ এর সাবেক কেন্দ্রীয় নেতা, বাম রাজনীতিক, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সরকারকে ৭১’র বীর সেনানী হিসেবে উল্লেখ করে বলেন, নিজ জাতির জন্য তাঁর অবদান দেশের মানুষ কোন দিন ভুলে যাবেনা। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন