শনিবার, ফেব্রুয়ারী ০২, ২০১৩

ঢাকা মহানগরী জাসাসের জরুরী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক জরুরী সভা গতকাল শুক্রবার বিকালে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাস, সহ-সভাপতি সৈয়দ আজিমূল হক তৌহিদ, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান টিপু, সহ-সভাপতি শাহ মোঃ বিল্লাল হোসেন, সাইদুল ইসলাম মিলন, ১ম যুগ্ম সম্পাদক মোঃ
আব্দুল জাব্বার, আক্তার হোসেন, ইমতিয়াজ আহমেদ হিরু, ইরানুল ইসলাম বিপ্লব, জাসাস নেতা আনোয়ার হোসেন আনু, আমিনুল ইসলাম সুমন, মজিবুর রহমান, নাজমা আক্তার, রিমা রায়, সালাহউদ্দিন, নজরুল ইসলাম, চিত্রনায়ক বিলাস প্রমূখ।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর শিকদার আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে জাসাস ঢাকা মহানগর জাসাস নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিএনপি নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্র“য়ারী নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য নেতা-কর্মীদের প্রতি উদ্বাত্ত আহবান জানিয়ে বলেন, বিদায় মূহুর্তে আওয়ামী সরকার দিগি¦দিক জ্ঞানশূন্য হয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর যে জুলুম নির্যাতন শুরু করার একমাত্র কারণই হলো আজীবন ক্ষমতায় অধিষ্ঠিত থাকা। কিন্তু তাদের সেই আশা কোনদিনই পূরণ হবেনা।
এছাড়া, জাহাঙ্গীর শিকদার আগামী ২১ ফেব্র“য়ারী মহান ভাষা দিবস ও ৭ মার্চ বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে কর্মসূচি সফল করতে সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন